ইব্রা চড় মেরে লাল কার্ড পেলেন!

  23-05-2018 10:37AM


ওয়াশিংটন: আলোচনায় থাকার সব কৌশলই জানা আছে ইব্রাহিমোভিচের। বিভিন্ন সময় উদ্ভট সব কথা বলে মিডিয়ার দৃষ্টি আকর্ষণে তার জুড়ি নেই। গত জানুয়ারিতে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ এমএলএস সকারে।

এলএ গ্যালাক্সিতে যোগ দেয়ার পর থেকেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন ইব্রা। প্রথম ম্যাচেই ভলিতে অসাধারণ গোল করে অভিষেকটি স্মরণীয় করে রেখেছিলেন। এবার শিরোনাম হলেন ভুল কারণে। এক খেলোয়াড়কে চড় মেরে লাল কার্ড দেখলেন সাবেক ম্যানইউ তারকা।

মন্ট্রিয়েলের বিপক্ষে তাদের মাঠেই সোমবার খেলতে নেমেছিল ইব্রাহিমোভিচের ক্লাব এলএ গ্যালাক্সি। ম্যাচে তার দল ১-০ গোলে জিতলেও সব ছাপিয়ে ইব্রার চড়-কাণ্ড নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ম্যাচের ৪০ মিনিটের সময় মন্ট্রিয়েলের ডি বক্সের একটু বাইরে ইব্রাহিমোভিচের পায়ে পাড়া দিয়ে বসেন বিপক্ষ দলের ডিফেন্ডার পেট্রাসো। ইব্রা সঙ্গে সঙ্গে চড় বসিয়ে দেন পেট্রাসোর ঘাড়ে।

ঘটনাটি রেফারির নজরের বাইরে থাকায় তিনি শরণাপন্ন হন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির। সেখান থেকেই মূল ঘটনাটি পর্যবেক্ষণ করে পেট্রাসোকে হলুদ কার্ড দেখালেও ইব্রাকে সরাসরি লাল কার্ড দেখান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন