আর্জেন্টিনা নিয়ে যা বলে অবাক করলেন ম্যারাডোনা

  25-05-2018 04:37PM

পিএনএস ডেস্ক : গ্রুপ পর্বে আর্জেন্টিনা একটি ম্যাচেও জিততে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটিকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো তারকা ও সাবেক কোচ দিয়েগো ম্যারাডোনা।

আবুধাবির একটি সংবাদ মাধ্যমকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা বলেন, নাইজেরিয়া, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া তার দেশের জন্য সহজ প্রতিপক্ষ হবে না।

তিনি বলেন, আমার অনেক সন্দেহ। আমার মনে হয় প্রথম রাউন্ডেই তারা বিদায় নেবে। প্রতিপক্ষ হিসেবে নাইজেরিয়া, আইসল্যান্ড এবং ক্রোয়েশিয়া অনেক কঠিন হবে।

ম্যারাডোনার দাবি, আর্জেন্টিনার এই দলটির কোনো কৌশলই নেই, এমন একটা দল, যাদের অভিজ্ঞতা নেই, কোনো নেতা নেই, কোনো পরিকল্পনা নেই। আমার মনে হচ্ছে আমরা সম্মান হারানোর ঝুঁকি নিচ্ছি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন