সন্ধ্যায় নামছে কোস্টারিকার-সার্বিয়া

  17-06-2018 11:07AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপে গ্রুপ ‘ই’র ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে কোস্টারিকা-সার্বিয়া। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ৬টায়। এই গ্রুপে রয়েছে ব্রাজিল এবং সুইজারল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের ড্রয়ের পর ব্রাজিলের কোচ তিতে বলেছিলেন, ‘আমাদের গ্রুপটাকে অনেকে সহজ বলছেন। এটা ভুল ধারণা। সুইজারল্যান্ডের কথা ছেড়েই দিলাম। সার্বিয়া কিংবা কোস্টারিকাও অঘটন ঘটাতে পারে। তাই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই আমাদের সতর্ক থেকে খেলতে হবে।’

বড় কোনও অঘটন না ঘটলে এই গ্রুপ থেকে ব্রাজিলের নক-আউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত। দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় জায়গা করে নিতে কড়া টক্কর হবে সুইজারল্যান্ড, সার্বিয়া ও কোস্টারিকার মধ্যে।

গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল কোস্টারিকা। পরিসংখ্যানের বিচারে সার্বিয়ার থেকে তারা কিছুটা এগিয়ে ঠিকই, কিন্তু রাশিয়া পাড়ি জমানোর আগে একের পর এক ফ্রেন্ডলি ম্যাচে পরাজিত হওয়ায় কোস্টারিকার ফুটবলাররা কিছুটা হলেও চাপে রয়েছেন। কোচ অস্কার মিরেজ গোটা দলকে সতর্ক করে বলেছেন, ‘বিশ্বকাপে খেলার সুযোগ সব সময় আসে না। ছেলেদের বলেছি, গতবারের মতো এবারও দেশের জার্সিতে নিজেদের সেরাটা উজাড় করে দাও।’

গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল সার্বিয়া। তবে এবারের বিশ্বকাপে তারা চমক দিতে পারে বলে মত ফুটবল বিশেষজ্ঞদের। দিজান স্ট্যানকোভিচ, নিমানজা ভিদিচের মতো তারকারা অবসর নেওয়ায় কার্যত একঝাঁক তরুণ ও প্রতিভাবান ফুটবলারকে নিয়ে দল সাজিয়েছেন কোচ মিলাদেন ক্রাস্টাজিচ। তিনি বলেছেন, ‘ক্লাব ফুটবলে ছেলেরা দারুণ ছন্দে ছিল। আমি সেই খেলাটাই ওদের থেকে প্রত্যাশা করছি। বলিভিয়াকে ফ্রেন্ডলি ম্যাচে ৫-১ গোলে হারানোয় ছেলেদের মনোবল তুঙ্গে।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন