আর্জেটিনার পতাকা টানাতে গিয়ে মৃত্যু

  17-06-2018 02:36PM

পিএনএস ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে আর্জেটিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবের শেখ হৃদয় নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর গ্রামের ফারুক খান উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের দশম শ্রেণির ছাত্র ও একই গ্রামের আরিফুল শেখের ছেলে।

নিহত হৃদয়ের প্রতিবেশী ও ফারুক খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুন্সী মো. নাসির উদ্দিন জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় গাছে টানানো আর্জেন্টিনার পতাকা বৃষ্টিতে বাকা হয়ে যায়। সেটি সোজাভাবে টানাতে হৃদয় গাছে ওঠে। গাছটির সঙ্গে ছিল বিদ্যুৎ ও ডিসলাইনের তার। গাছে ওঠার পর সে বিদ্যুতায়িত হয়। সেখান থেকে স্থানীয়রা তাকে বাঁশ দিয়ে ধাক্কা মেরে নিচে নামায়। পরে তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালে চিকিৎসা দেয়ার আগেই তার মৃত্যু হয়।

ঈদের দিন মর্মান্তিত এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসী, শিক্ষক ও সহপাঠীরা তাকে দেখতে ভিড় করে।

রবিবার সকাল ৯টায় পশারগাতি মাদ্রাসা প্রাঙ্গণে হৃদয়ের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন