আবেগি হয়ে নেইমারদের কাঁদতে নিষেধ করলেন রিভালদো

  17-06-2018 07:57PM



পিএনএস ডেস্ক: ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে নেইমার, থিয়াগো সিলভা, হুলিও সিজারদের জাতীয় সঙ্গীতের সময় কাঁদতে দেখা গিয়েছিল। তাদের এমন আবেগ পছন্দ হয়নি ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোর। আবেগি হয়ে না কেঁদে একে মাঠে কাজে লাগাতে বলেছেন এ ব্রাজিলিয়ান কিংবদন্তি।

সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নেইমারদের উদ্দেশ্যে রিভালদো বলেন, ‘আপনার বিশ্বকাপ জেতার ব্যক্তিত্ব থাকতে হবে। এটা আপনার ক্লাবের খেলার মত নয়। এখানে সবকিছুই কঠিন। তারা সবাই দারুণ খেলোয়াড়; কিন্তু তারা ভক্তদের প্রত্যাশার চাপের কারণে ভীত হতে পারে। তাদের ভুলে যেতে হবে ব্রাজিলে ২০০ মিলিয়ন মানুষ তাদের দেখছে।’

জাতীয় সঙ্গীত বাজার সময় কাঁদা যাবে না, এমন পরামর্শ দিয়ে রিভালদো বলেন, ‘আপনাকে শান্ত হতে হবে এবং আনন্দের সাথে খেলতে হবে। জাতীয় সঙ্গীতের সময় কাঁদা যাবে না। আবেগটি অনুভব করতে হবে এবং সে আগুনকে মাঠে ছড়িয়ে দিতে হবে; কিন্তু কোন কান্না নয়। আমি এটার বিপক্ষে। এটি দুর্বলতার একটি চিহ্ন।’

এছাড়া ২০০২ সালে বিশ্বকাপ জেতার অনুভূতিও বর্ণনা করেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার। রিভালদো বলেন, ‘বিশ্বকাপ জেতাটা আসলেই দুর্দান্ত। বিশ্বকাপ জেতার পর আপনি কি আনন্দ অনুভব করবেন কিংবা ব্রাজিলিয়ানদের কি আনন্দ আপনি দিতে পারবেন এ নিয়ে আপনার কোন ধারণাই নেই। আমি এমন একজন লোক ছিলাম, যে মাঠে গিয়ে তার মায়ের কথা চিন্তা করতো। আমি চিন্তা করতাম কীভাবে আমি আমার মা’কে গর্বিত করতে পারবো। আমি এ জন্য সবকিছুই দিয়েছি। তাই আমি আশা করবো, খেলোয়াড়েরা এ বছরও একই কাজ করবে।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন