‘ইসরায়েলে প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না ’

  17-06-2018 08:29PM

পিএনএস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করায় খুশি হয়েছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান। তিনি আর্জেন্টিনার বিরুদ্ধে ভালো খেলার জন্য আইসল্যান্ডের প্রশংসা করেছেন।

ইসরায়েলের যুদ্ধমন্ত্রী দাবি করেন, ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না।

টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আইসল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছি ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলা কতটা জরুরি ছিল মেসির জন্য। মেসি যদি ওই প্রীতি ম্যাচ খেলতেন তাহলে আরও বেশি প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে পারতেন। প্রস্তুতি না থাকার কারণেই মেসি পেনাল্টি মিস করেছেন বলেও তিনি দাবি করেন।

শনিবার আইসল্যান্ডের সঙ্গে খেলায় একটি পেনাল্টি মিস করেন মেসি। এর ফলে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যে খেলা ড্র হয়। এরপরই এমন মন্তব্য করেন লিবারম্যান।

আন্তর্জাতিক অঙ্গন ও ফিলিস্তিনিদের ব্যাপক প্রতিবাদের মুখে আর্জেন্টিনা ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচটি বাতিল করে। গত ৯ জুন ওই ম্যাচটি হওয়ার কথা ছিল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন