আর্জেন্টিনার নতুন কৌশল ক্রোয়েশিয়ার বিপক্ষে

  20-06-2018 10:40AM

পিএনএস ডেস্ক : রাশিয়া ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দর্শক-সমর্থকদের হতাশ করেছে। দলের এ বিবর্ণ পারফরমেন্সে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। তাই পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে এই ম্যাচে কৌশলেও কিছু পরিবর্তন আনতে পারেন সাম্পাওলি। সোমবার মেসি-ডি মারিয়াদের অনুশীলনে সেই ইঙ্গিত মিলেছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে বৃহস্পতিবার জ্বলে উঠার লক্ষে নতুন কৌশল নিয়েই হয়তো মাঠে নামবে আর্জেন্টাইনরা। সেই কৌশল হিসেবে অনুশীলনে তিন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো ও গ্যাব্রিয়েল মেকার্দোকে দিয়ে রক্ষণভাগের পরীক্ষা নেন সাম্পাওলি। মার্কোস রোহোর জায়গায় দেয়া হয় মেকার্দোকে।

এছাড়া প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোহো। অনুশীলনে আর্জেন্টাইন দলে অন্য পরিবর্তনগুলোর মধ্য উল্লেখযোগ্য ছিল মিডফিল্ডে। এখানে কোচ বাদ দিয়েছেন লুকাস বিগলিয়া ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে। দু’জনই প্রথম ম্যাচে নজর কাড়তে ব্যর্থ হন। লেফট উইংয়ে বিগলিয়ার জায়গায় মার্কোস আকুনাকে নেন সাম্পাওলি। ক্রোয়েশিয়া ম্যাচে হাভিয়ের মাসচেরানো থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই।

মেকার্দোও বিষয়টি নিশ্চিত করেছেন অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এসে। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা ভিন্ন কৌশল নিয়ে কাজ করছি। উইং, মিডফিল্ডসহ পাঁচটি দিক নিয়ে পরিকল্পনা চলছে।’

সাম্পাওলির নয়া কৌশলের অংশ হিসেবে ডি মারিয়াকে নিজের জায়গা ছেড়ে দিতে হবে ক্রিস্টিয়ান পাভনের জন্য। আইসল্যান্ডের বিরুদ্ধে বদলি হিসেবে নেমে মাত্র ২০ মিনিটেই কোচের মন কেড়ে নিয়েছেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন