সবজী চাষ হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (ভিডিওসহ)!

  12-07-2018 06:15PM

পিএনএস ডেস্ক : বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন সবজী চাষ হচ্ছে। অযত্ন আর অবহেলায় বেহাল দশা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের।টমেটো, মুলা, লাউ, কুমড়ার চাষ করা হচ্ছে। কিন্তু কে বা কারা এই চাষ করছে তা জানা যায়নি। কর্তৃপক্ষ এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। বঙ্গবন্ধু স্টেডিয়াম মানেই আবাহনী-মোহামেডান দ্বৈরথ। আর গ্যালারি দশক মাতলো বাঁধভাঙা উচ্ছ্বাসে।

বাংলাদেশের ক্রীড়ার তীর্থভূমি বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম। আপনি যদি শোনেন এই স্টেডিয়ামেই চাষ হচ্ছে সবজীর? নিশ্চই বলবেন মাথা খারাপ হয়ে গেছে। তবে এই বাক্য ডেলিভারির পূর্বে আপনাকে বলবো একবার নিচের ভিডিওটি দেখে নেন।

হ্যাঁ আসলেই তাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে চাষ হচ্ছে লাউ, মরিচ, কুমড়ো, টমেটো, পুঁইশাক, লালশাক। আর এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

কর্মকর্তাদের অবহেলা, নেই ভাল অবকাঠামো, নেই সরকারের কোনো জোড়ালো পদক্ষেপ ৷ এই বেড়াজাল থেকে বেড়িয়ে আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে লাউ চাষ হবে না , হবে ফুটবলাদের চাষাবাদ৷ আর ঠিক তখনই ফল ভোগ করবে বাংলার ফুটবল প্রেমীরা।'

ভিডিওটি প্রথমে আসাদুজ্জামান প্যারিস নামের এক ব্যক্তি ফেসবুকে আপলোড করেন। এরপরেই তা ছড়িয়ে যায় ফেসবুক ইউটিউবে।



পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন