টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

  12-07-2018 09:24PM

পিএনএস ডেস্ক : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে সাকিব আল হাসানের দল। এবার দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নতুন কোচ স্টিভ রোডসের শিষ্যরা। আর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজও বল করার সিদ্ধান্ত নিয়েছিল।

বাংলাদেশ এ ম্যাচে দলে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পেসার রুবেল হোসেনের পরিবর্তে এ ম্যাচে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এ ম্যাচে রুবেল হোসেনের বদলে শফিউল ইসলামের খেলার কথা ছিল। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন তিনি।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বলেন, 'উইকেট সামান্য আদ্র দেখলাম। আমরা প্রথমে বল করে সুযোগটা কাজে লাগাতে চাই।' প্রথম টেস্টে দলের ওপর বিশ্বাস রেখেছেন তবে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছেন বলেও জানান সাকিব।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন, 'টস জিতলে অবশ্যই আমরাও বল করতাম। এই উইকেটে প্রথমে ব্যাট করা খুব কঠিন হবে। উইকেটের বেশ আদ্রতা আছে। যা ব্যাটসম্যানদের পিছনে ঠেলে দিতে পারে। আমরা এ ম্যাচে দু্ই পরিবর্তন নিয়ে নামছি।' কেমার রোচের জায়গায় কেমো পাউয়েল এবং দেবেন্দ্র বিশুর বদলে হেটমায়ার মাঠে নামছেন বলে জানান তিনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহ-অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, কামরুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্যাথওয়েট, ডেভন স্মিথ, কাউরান পাউয়েল, সিমরণ হেটমায়ার, শাই হোপ, রোস্টন চেজ, শেন ডারউইচ, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমো পাউল, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন