`মদরিচই গোল্ডেন বল পাওয়ার যোগ্য'

  14-07-2018 06:52AM

পিএনএস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রবিবার ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এই ম্যাচে শিরোপা ছাড়াও আরেকটি দিকে সবার নজর। সেটি হচ্ছে কে হবেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। অর্থাৎ, কে জিতবেন গোল্ডেন বল। গোল্ডেন বল জেতার দৌড়ে নিজ দলের অধিনায়ক লুকা মদরিচকেই এগিয়ে রাখছেন ক্রোয়েশিয়ার ইভান রাকিতিচ। তার মতে, ম্যাচের ফলাফল যাই হোক না কেন গোল্ডেন বল জিতবেন একজন ক্রোয়াট।

ইভান রাকিতিচ চলেছেন, ‘অবশ্য গোল্ডেন বল জিতবে একজন ক্রোয়াট। লুকা মদরিচ এটা জেতার যোগ্যতা রাখেন। আমি নিশ্চিত ফিফা তাকে পছন্দ করবে। অন্য ক্রোয়াটরা সেরা একাদশে থাকবে।’

ক্রোয়েশিয়া যে বিশ্বকাপের ফাইনালে উঠবে এটা অনেকেই কল্পনা করেননি। কিন্তু ক্রোয়েশিয়ার খেলোয়াড়রা সেটি পেরেছে। এখন তারা শিরোপা জয়ের জন্য তারা মাঠে তাদের সেরাটা দিয়ে লড়াই করবে।

এ ব্যাপারে ইভান রাকিতিচ চলেছেন, ‘এটা অবিশ্বাস্য! আমরা শুধু শিরোপা জিততে চাই। শিরোপা জিততে শুধু দলই লড়াই করবে না। সাড়ে চার মিলিয়ন ক্রোয়াটও লড়াই করবে। স্টেডিয়ামে তাদের সকলের জন্য যদি জায়গা থাকত তাহলে তারা সবাই স্টেডিয়ামে আসত।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আমাদের সমর্থন করবেন। আর্জেন্টিনা, স্পেন ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাকে ম্যাসেজ পাঠিয়েছে।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন