বিশ্বকাপ উদযাপনের সময় ফ্রান্সে সহিংসতায় নিহত ২

  17-07-2018 08:28AM


পিএনএস ডেস্ক: ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিশ্বকাপ জয়ের উদযাপনে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনাটি ঘটে। তাতে ফ্রান্সের দু’জন সমর্থকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম মিরর।

প্যারিসের রাস্তা থেকে দেশটির পুলিশ মোট ১০২ জনকে আটক করে। তাদের মধ্যে ৯২ জনকে জেলে পাঠায় পুলিশ।

প্যারিসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মানুষের ঢল রাস্তায় নামতে থাকলে সেখানে অপ্রত্যাশিতভাবে বিশৃঙ্খলা দেখা দেয়।

সমর্থকদের নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ায় কতজন আহত হয়েছে তা অবশ্য বলা নিশ্চিত করা হয়নি।

তবে সংবাদ মাধ্যমটির রিপোর্টে প্রকাশিত ছবি থেকে দেখা যায় রাস্তায় বিভিন্ন বয়সের মানুষ রক্তাক্ত হয়ে পড়ে আছেন। এছাড়া পুলিশের ছোড়া টিয়ার গ্যাসেও অনেকে অসুস্থ হয়ে পড়েন। সূত্র: মিরর, ইনডিপেনডেন্ট ডট কো ডট ইউ কে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন