কোহলিদের খাবার তালিকায় গরুর গোস্ত!

  12-08-2018 03:40PM


পিএনএস ডেস্ক: টেস্ট সিরিজ খেলতে এখন ইংল্যান্ড সফর করছে ভারত। প্রথম টেস্ট পরাজয়ের পর দ্বিতীয়টিতেও শঙ্কার মুখে। ফলে সমালোচনায় বিদ্ধ বিরাট অ্যান্ড কোং। এরই মধ্যে ঘটলো আরো এক বিপত্তি। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বিরাট কোহলিদের যে মেন্যু দেয়া হয়েছে, তাতে ছিল গরুর গোস্ত। যা দেখে রীতিমত ক্ষুদ্ধ ভারতীয় সমর্থকরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টুইটার অ্যাকাউন্টে খাবারের মেন্যুর ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। মেন্যুতে 'ব্রেইসড বিফ পাস্তা' নামে একটি আইটেম ছিল।

এই আইটেম দেখে ভারতীয় সমর্থকরা প্রশ্ন তুলেছেন, কেন ভারতীয় দলকে গরুর মাংস দেয়া হলো?

কারণ হিন্দু ধর্মে গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ।

বলে রাখা ভালো, লাঞ্চের মেন্যুটি ছিল দুই দলের খেলোয়াড়দের জন্যই। কোহলিদের ধর্মের বিষয়টি হয়ত খেয়াল না রেখেই কাজটি করে ফেলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে এ ঘটনার জন্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশও করেনি তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন