অজিত ওয়াদেকার না ফেরার দেশে চলে গেলেন

  16-08-2018 09:55AM


পিএনএস ডেস্ক: বুধবার ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের দিনে প্রয়াত হলেন অজিত ওয়াদেকার। তিনি দীর্ঘদিন ধরেই দুরারোগ্য অসুখে ভুগছিলেন।

মুম্বইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। জন্ম ১৯৪১ সালের ১ এপ্রিল মুম্বইয়ে।

ছোট থেকেই খেলাধুলোয় মন ওয়াদেকার। ক্লাসরুমের বদলে তাই খেলার মাঠেই তার সাফল্য আসতে শুরু করে স্কুলজীবন থেকেই। বাধ্য হয়েই তার বাবা ওয়াদেদকে আর খেলাধূলায় বাধা দেননি।

বাঁহাতি এই ব্যাটসম্যান স্মরণীয় হয়ে আছেন তার ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে। ১৯৭১ সালের ওই সফরে তিনি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বে ভারত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় করে।

তার অধিনায়কত্বে সেই ১৯৭১ সালে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। ১৯৫৮-৫৯ সালে ওয়াদেকারের প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু।

এর ৮ বছর পর ভারতের জাতীয় দলে খেলার সুযোগ মেলে অজিত ওয়াদেকারের। ১৯৬৬ সালে মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ওয়াদেকারের।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন