উয়েফা সুপার কাপ জিতলো অ্যাটলেটিকো মাদ্রিদ

  16-08-2018 10:48AM

পিএনএস ডেস্ক :৪-২ গোলে রোনালদোবিহীন রিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেনিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকা খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অ্যাটলেটিকোর হয়ে ২ গোল করেন ডিয়েগো কস্তা। অতিরিক্ত সময়ে একটি করে গোল করেন সাউল ও কোকে। রিয়ালের পক্ষে একটি করে গোল করেন বেনজেমা ও রামোস।

টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী রিয়ালের সামনে উয়েফা সুপার কাপ জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিল। সুযোগ ছিল টানা তিনবার সুপার কাপ জয়ের ইতিহাস।

কিন্তু রোনালদোবিহীন রিয়াল পারেনি। অ্যাটলেটিকোর কাছে হেরেছে ৪-২ গোলের ব্যবধানে। উল্টো রেকর্ড বইয়ে নাম তুলেছে অ্যাটলেটিকো মাদ্রিদই।

অ্যাটলেটিকোই প্রথম দল, যারা এ নিয়ে তিনবার উয়েফা সুপার কাপ খেলে তিনবারই জিতেছে। এর আগে ২০১০ ও ২০১২ সালেও সুপার কাপ জিতেছিল স্প্যানিশ এই ক্লাবটি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন