‘আমরা খুব ডাউন ছিলাম; তখনই মাশরাফি ভাই এলেন...’

  17-08-2018 04:27PM

পিএনএস ডেস্ক : ছয় মাসের বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। এর আগেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের কাছে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানের দল। ইনিংস পরাজয়, দলীয় সর্বনিম্ন রানসহ লজ্জার কোনো শেষ নেই। কিন্তু মাশরাফি নামের এক পরশ পাথর আছেন দেশের ক্রিকেটে। যার ছোঁয়ায় বদলে যায় সবকিছু। যেমনটা বদলে গেল ওয়েস্ট ইন্ডিজ সফরে।

ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে গুঁড়িয়ে যাওয়া পর বাংলাদেশ দল মানসিকভাবে ছিল বিধ্বস্ত। আত্মবিশ্বাসে তলানিতে থাকা সেই দলকে চাঙা করে তোলেন অসুস্থ স্ত্রীকে দেশে রেখে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেট টিম মাশরাফি। দলকে জয়ের সুবাস পাইয়ে দিয়ে দেশে ফিরেন ম্যাশ। সেই জয়ের ধারা ধরে রাখতে সফল হয় সাকিব আল হাসানের টি-টোয়েন্টি দল। সেই সিরিজও জিতে নেয় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজে দুই সেঞ্চুরিসহ দুর্দান্ত সময় কাটানো তামিম ইকবাল টানা দুই সিরিজ জয়ে বড় অবদান দেখছেন মাশরাফির। দেশসেরা ওপেনার বললেন, 'টেস্ট সিরিজের পর স্বাভাবিকভাবেই আমরা খুব ডাউন ছিলাম। আমাদের জন্য ওয়ানডে সিরিজটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মাশরাফি ভাই এলেন। আমার মনে হয়, আমাদের ঘুরে দাঁড়ানোর পেছনে উনার বড় অবদান ছিল। উনি হয়তো কারও হাত ধরে ব্যাটিং বা বোলিং করে দেননি। কিন্তু দলের আবহ বদলে দিতে অনেক সাহায্য করেছেন।'

টেস্ট সিরিজে ব্যর্থ তামিম ওয়ানডে সিরিজে খেলেছেন দুর্দান্ত। বাংলাদেশের জয়ের দুটি ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি। দুটিতেই ম্যাচ সেরা। মাঝেরটিতে করেছিলেন ফিফটি। দলকে সিরিজ জিতিয়ে নিজে হয়েছেন সিরিজ সেরা। তারপরেও সব কৃতিত্ব ম্যাশকে দিয়ে তিনি বলেন, 'একটা বাজে টেস্ট সিরিজের পর প্লেয়ারদের মধ্যে অনেক নেতিবাচক মানসিকতা থাকে। ভাবনা পরিষ্কার থাকে না। তিনি (মাশরাফি) যে ইতিবাচক মনোভাবটা নিয়ে এসেছিলেন, সেটা আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। ওটা বড় কারণ ছিল জয়ের। অমন একটা টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফিরে আসা ছিল বিশেষ অর্জন।'

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন