ভারতের পরাজয়ের কারণ জানালেন পাক অধিনায়ক

  17-08-2018 08:58PM

পিএনএস ডেস্ক : চলতি বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছিল পাকিস্তান৷ সেটাও প্রথম টেস্টে এগিয়ে থেকে৷ সেই তুলনায় ইংল্যান্ডের মাটিতে আরেক উপমহাদেশের দল ভারতের অবস্থা সংকটজনক৷ প্রথম দুই টেস্ট হেরে এখন সিরিজ রক্ষার লড়াই বিরাটদের৷

নটিংহ্যাম টেস্টে হার মানেই পাঁচ ম্যাচের সিরিজে ০-৩ পিছিয়ে পড়বে বিরাটের ভারত৷ এজবাস্টনের পর লর্ডসে ঘুরে দাঁড়ানোর কথা থাকলেও হতাশ করেছে ভারত৷ লর্ডসে কোহলিদের বিপর্যয়ের পর ইংল্যান্ডের মাটিতে ভারতের হারের কারণ খুঁজে দিলেন পাক অধিনায়ক৷

পাকিস্তানের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে যথেষ্ট প্রস্তুতি না নেওয়াতেই ডুবতে হয়েছে ভারতকে৷’ সেই সঙ্গে সারফরাজ মানছেন, ‘উপমহাদেশের যেকোনও দলই ইংল্যান্ডের উইকেটে সমস্যায় পড়ে, সেটাই স্বাভাবিক৷’

কোহলিদের পারফর্ম্যান্সের সমালোচনা করে পাক অধিনায়ক সঙ্গে জুড়েছেন, ‘ভারতের পারফর্ম্যান্স দেখে মনে হচ্ছে এর চেয়ে ইংল্যান্ড সফরে আমাদের প্রস্তুতি অনেক ভাল ছিল, সেকারণেই ব্রড-অ্যান্ডারসনদের বিরুদ্ধে আমরা সিরিজ ড্র করে ফিরেছিলাম৷’

শেষ দু’বারের ইংল্যান্ড সফরেই টেস্ট সিরিজ ড্র করেছে পাকিস্তান৷ ২০১৬ সালে ইংল্যান্ডের মাটি থেকে টেস্টে সিরিজ ২-২ করে ফিরেছিল সরফরাজরা৷ সেটাই ছিল সরফরাজের প্রথম ইংল্যান্ড সফর৷ যদিও সেই সিরিজে নেতা হিসেবে নয়, উইকেট কিপারের দায়িত্বে ছিলেন সরফরাজ। অধিনায়কের ভূমিকায় ছিলেন মিসবাহ উল হক৷ সিরিজ শুরুর আগে সেবার ইংল্যান্ড সফরের এসে তিনদিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল হাফিজ-মোহম্মদ আমিররা৷

সেই সফরের উদাহরণ তুলে সরফরাজ বলেন, ‘আমার প্রথম ইংল্যান্ড সফরে সেবার ২৫দিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম৷ এরপর দশ দিনের ক্যাম্প করি, পরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম৷ প্রস্তুতির অভিজ্ঞতা অনেক কাজে দিয়েছিল৷’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন