দুই গরু কোরবানি দিচ্ছেন মোস্তাফিজ

  22-08-2018 01:26AM

পিএনএস ডেস্ক : মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আজহা। এই ঈদকে সামনে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উৎযাপন করতে ছুটিতে সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার তেঁতুলিয়া গ্রামে নিজ বাড়িতে এসেছেন তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।

ঈদ-উল আজহায় দুটি গরু কোরবানি দেবেন কাটার মাস্টার। গ্রামের বাড়িতে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

মোস্তাফিজুর রহমানের সেঝো ভাই মোকলেছুর রহমান পল্টু বলেন, ‘এবারের ঈদে দুটি গরু কিনেছে মোস্তাফিজ। যার একটির মূল্য ১ লাখ ১০ হাজার টাকা ও অপরটির মূল্য দেড় লাখ টাকা। কোরবানীর পর গরীব-দুঃখী মানুষের মাঝে গোস্ত বিতরণ করবে মোস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দেশে ফিরে ১১ আগস্ট বাড়িতে এসেছে মোস্তাফিজ। ঢাকায় ফিরবে ঈদের পর, আগামী ২৬ আগস্ট।

ঈদ উৎযাপনের পরিকল্পনা নিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদে বিশেষ কোন পরিকল্পনা নেই। তবে সকালে তেঁতুলিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় করবো। এরপর গরু কোরবানি দিবো। কোরবানির পর গরীব-দুঃখীদের মাঝে কোরবানীর গোস্ত বিতরণ করা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় পার করবো। বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কোন পরিকল্পনা এখনো নেই।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন