মিঠুন-মাহমুদউল্লাহ’র উইকেট হারিয়ে ফের বিপদে বাংলাদেশ

  15-09-2018 08:06PM

পিএনএস ডেস্ক : প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট। বাংলাদেশকে একেবারে চেপে ধরেছিলেন লাসিথ মালিঙ্গা। ১ রানে ২ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন মোহাম্মদ মিঠুন আর মুশফিকুর রহীম।

তৃতীয় উইকেট জুটিতে তারা দারুণ খেলেছেন। ১৩১ রানের বড় জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছেন। শেষপর্যন্ত এই জুটিটিও ভেঙে দেন ওই মালিঙ্গাই। লঙ্কান পেসারের বাউন্সি ডেলিভারিতে ব্যাট চালিয়ে বল আকাশে তুলে দেন মিঠুন। ৬৩ রানে ফিরেন সাজঘরে।

এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেট এসে বোকার মতো আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আমিলা আপোনসোকে তুলে মারতে গিয়ে ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ হন তিনি। তাতে জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। মুশফিক অপরাজিত আছেন ৬৮ রান নিয়ে। মোসাদ্দেক হোসেন এখনও রানের খাতা খুলতে পারেননি।

এর আগে, ইনিংসের প্রথম ওভারে জোড়া উইকেট হারিয়েছে বাংলাদেশ। মালিঙ্গার ওভারের পঞ্চম বলে আলতো করে ব্যাট ছুঁইয়ে দেন লিটন। সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে সহজেই ক্যাচটি তালুবন্দী করেন মেন্ডিস। সাকিব আল হাসানকে পরের বলেই ফিরিয়ে দেন মালিঙ্গা। রানের খাতা খোলার আগেই পরিষ্কার বোল্ড বাঁ-হাতি এই অলরাউন্ডার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন