শোয়েব আখতারকে পেরিয়ে যাচ্ছেন মাশরাফি

  16-09-2018 05:17PM

পিএনএস ডেস্ক : প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২৫০ ওয়ানডে উইকেটের দোরগোড়ায় মাশরাফি। উইকেটসংখ্যায় কাল ধরে ফেললেন শোয়েব আখতারকে। সামনেই আছেন কপিল দেব, মাখায়া এনটিনি, জেমস অ্যান্ডারসন, হরভজন সিং, অ্যালান ডোনাল্ডরা।

১৭ বছর ধরে ওয়ানডে খেলছেন। অভিষেক সেই ২০০১ সালে। অথচ নামের পাশে মাত্র ১৯১টি ম্যাচ। মাশরাফি আফসোস করতেই পারেন। তাঁর ১০ বছর পরে অভিষেক হয়ে ২০টি ওয়ানডে বেশি খেলে ফেলেছেন বিরাট কোহলি। চোটের ভয়াল গ্রাসে চলে গেছে সোনালি সময়ের অনেকটাই। তবু মাশরাফি ছুটে চলছেন। আর চলতে চলতেই ২৫০ ওয়ানডে উইকেটের দোরগোড়ায় এসে হাজির হলেন মাশরাফি।

কাল শুরুতেই জোড়া আঘাত হেনেছেন। তবু দলের প্রয়োজনে নিজে আর বল হাতে নেননি। বাকি ছিল তাঁর কোটার ৪ ওভার। নিজের বদলে বল তুলে দিয়েছেন সতীর্থদের হাতে। তাতেই ২৪৭ উইকেটে থামতে হয়েছে কাল। আর এই উইকেটসংখ্যায় মাশরাফি ধরে ফেললেন শোয়েব আখতারকে। এশিয়া কাপেই শোয়েবকে পেছনে ফেলবেন, তা প্রায় নিশ্চিত। উইকেটসংখ্যায় মাশরাফি এখন ওয়ানডে ইতিহাসের ২১তম বোলার। শোয়েবের সঙ্গে ভাগাভাগি করছেন জায়গাটা। পেসারদের মধ্যে ১৬তম।

মাশরাফির সামনে থাকা নামগুলো আরও বেশি অনুপ্রেরণা জোগাবে তাঁকে এগিয়ে যাওয়ার। অনতি দূরেই আছেন কপিল দেব (২৫৩)। খুব বেশি দূরে নেই মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯), হরভজন সিং (২৬৯), অ্যালান ডোনাল্ড (২৭২), জ্যাক ক্যালিসরা (২৭৩)। আরেকটু জোর কদমে ছুটতে পারলে হয়তো দেখা পেয়ে যাবেন জহির খান (২৮২), সাকলায়েন মুশতাক (২৮৮) এমনকি শেন ওয়ার্নের (২৯৩)।

আপাতত আগামী বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান। খুব বেশি সময় হাতে নেই আগামী মাসে ৩৫ পূর্ণ করতে চলা মাশরাফির। ওয়ানডে ইতিহাসে উইকেটসংখ্যায় সেরা ১০ পেসারের একজন হতে চাইলে আরও ৩৫ উইকেট চাই। মাশরাফি কি পারবেন না? লক্ষ্য স্থির করলে ম্যাশের জন্য যে কিছুই অসম্ভব নয়!

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন