হংকংকের সামনে ২৮৬ রানের টার্গেট

  18-09-2018 10:21PM

পিএনএস ডেস্ক: দুর্বল হংকংয়ের বিপক্ষেও নিজেদের সেভাবে ঝালাই করে নিতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।দুইশ ৮৬ রানের টার্গেট নিয়ে এশিয়া কাপের হট ফেবারিট ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অপেক্ষাকৃত দুর্বল দল হংকং। আগে থেকেই ক্রিকেট বোদ্ধারা মনে করছিলেন ব্যাটিং শক্তিধর ভারত পাহাড়সমান পুঁজি গড়বে হংকংয়ের বিপক্ষে। কিন্তু দুইশ ৮৫ রানেই থেমে যায় ভারত।

শুরুতে বেশ ভালোই করছিল তারা। তবে শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী ভারতের সংগ্রহ দাঁড়ালো না। হংকংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রানেই থেমে যায় রোহিত শর্মার দল।

শেখর ধাওয়ান দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার ওই সেঞ্চুরিতে ভর করে একটা সময় ২ উইকেটেই ২৪০ রান করে ফেলেছিল ভারত। সেখান থেকে শেষ ৫৬ বলে তারা তুলতে পেরেছে মোট ৪৫ রান।

ওপেনার রোহিত শর্মা ২৩ রানে সাজঘরে ফিরলেও আম্বাতি রাইডু তিন নাম্বারে নেমে ৬০ রানের ইনিংস খেলেছেন। শেখর ধাওয়ান তো সেঞ্চুরিই করেছেন। তবে ১২০ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১২৭ রানের ঝড়ো ইনিংস খেলে ধাওয়ান ফেরার পরই যেন মরক লেগে যায় ভারতের ইনিংসে।

মহেন্দ্র সিং ধোনি রানের খাতাই খুলতে পারেননি। দিনেশ কার্তিক ফেরেন ৩৩ রানে। এরপর লোয়ার অর্ডারে ভুবনেশ্বর কুমার (৯), শার্দুল ঠাকুররা (০) দাঁড়াতে পারেননি হংকংয়ের বোলিংয়ের সামনে।

কিনচিত শাহ নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার এহসান খানের। আর একটি করে উইকেট পেয়েছেন এহসান নেওয়াজ আর আইজাজ খান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন