বাংলাদেশকে হারিয়ে আমরা ফাইনাল খেলবো: পাকিস্তান কোচ

  25-09-2018 05:07PM

পিএনএস ডেস্ক :এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে টানা জয়ে এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগামীকাল ২৬ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অঘোষিত সেমিফাইনালে রূপ নিয়েছে। আর সেই ম্যাচের আগে মাইন্ড গেমটা জমিয়ে তুলেছেন পাকিস্তানের হেড কোচ মিকি আর্থার। ম্যাচের আগেই বাংলাদেশকে হারিয়ে দিচ্ছেন এই পাকি কোচ।

গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে জয় পেলেও ভারতের মুখোমুখি হয়ে দুবারই লজ্জার হার বরণ করেছে পাকিস্তান। তবে সুপার ফোরের ম্যাচে আফগানদের হারিয়েছে তারা। কিন্তু ভারতের বিপক্ষে বড় হারের ধকল কাটিয়ে উঠতে পারবে কি পাকিস্তান?

সাংবাদিকদের এমন প্রশ্নে মিকি আর্থার বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে হেরেছি। ফাইনালে সুযোগ থাকছে সেই ভারতকেই হারিয়ে শিরোপা জেতার। আমরা ভারতের বিপক্ষে প্রতিশোধ চাই। আর সেটার বড় মঞ্চ অপেক্ষা করছে এশিয়া কাপের ফাইনাল। আমার কোচিং ক্যারিয়ারে গত ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয়টাই সব থেকে বাজে দিক হয়ে গেছে।’

এখন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয় দল ফাইনালে ভারতের ‍মুখোমুখি হবে। এক্ষেত্রে নিজের দল নিয়ে একটি বেশিই বোমা ফাটাচ্ছেন আর্থার। এমনকি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নামার আগেই মুখে মুখে পাকিস্তানকে ফাইনালে তুলে দিচ্ছেন এই কোচ।

মিকি আর্থার সংবাদমাধ্যমে বলেন, ‘পাকিস্তান তাদের সুপার ফোরের সবশেষ ম্যাচে জিতবে। বাংলাদেশ হারবে। ভারতের বিপক্ষে ফাইনালে আমরাই খেলব।’

উল্লেখ্য, আগামীকাল ২৬ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। গেল এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠেছিল টিম টাইগারস।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন