শেহজাদের ঝরো ব্যাটে ভারতেকে ২৫৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

  25-09-2018 09:26PM

পিএনএস ডেস্ক :আহমেদ শাহজাদের সেঞ্চুরিরর পরেও বড় সংগ্রহ পেলে না আফগানরা। নিজেদের শেষ ম্যাচে ভারতের সামনে ২৫৩ রানের লক্ষ্য দাঁড় করালো।

দলের পাঁচ ক্রিকেটারকে বিশ্রামে রেখে এদিন মাঠে নামে ভারত। ধনীর অধিনয়কত্বে বোলারা শুরুটা খুব বেশি ভালো করতে পারেননি। খলিল আহমেদ, জাদেজা, সিদ্ধার্থ কৌলরা খেই হারিয়েছে মোহাম্মাদ শেহজাদের সামনে। তবে অপরপ্রন্ত থেকে শেষজাদকে ঠিকমতো সঙ্গ দিতে পারেননি টপ অর্ডার ব্যাটসম্যানরা।

আরেক ওপেনার জাভেদ আহমাদী করেন ৩০ বলে ৫ রান। রহমত শাহ ৩ রানেই বোল্ড জাদেজার বলে। হামমতুল্লাহ তো কোন রানই করতে পারেননি। অধিনায়ক আসগর আফগানও হেঁটেছে একিপথে। এসেই কুলদীপ ইয়াদভের বলে বোল্ড হয়েছেন। গুলবুদিন নাইব ৪৬ বল খেললেও রান করেন মাত্র ১৫।

তবে একপাশ আগলে শেহজাদ তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে শতক। শেষ পর্যন্ত ১১৬ বলে ১২৪ রানে থামেন শেহজাদ। এরপর দলকে টেনে নেন ষষ্ঠ উইকেটে নামা মোহাম্মদ নবী। তিনি খেলেন ৫৬ বলে ৬৪ রানের হিসেবি ইনিংস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৫২ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ২৫২/৮ শেহজাদ ১২৪, নবী ৬৪; জাদেজা ৪৬/৩, কুলদীপ ৩৮/২।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন