জিততেই হবে বাংলাদেশকে

  26-09-2018 04:07PM

পিএনএস ডেস্ক : ২০১৫ সালের সেই সুখস্মৃতি এখনও আরও বহু বছর মনে রাখবে বঙ্গের ক্রিকেটপাগল মানুষেরা। সদ্য বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার মাশরাফি বাহিনী সেদিন ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ৩১ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র ৪টিতে। এর মধ্যে ২০১৫ সালের সিরিজটিতেই তিন জয়। বাকি একটি জয় ছিল ১৯৯৯ বিশ্বকাপে। সেবার খালেদ মাহমুদ সুজনের অলরাউন্ডিং নৈপুণ্যে পাকিদের কাঁদিয়ে বিদায় করেছিল বাংলাদেশ।

জয়ের পাল্লাটা পাকিস্তানের দিকে ভারি থাকলেও সবশেষ সিরিজে হোয়াটইওয়াশ করার স্বাদ এখনও নাকেমুখে লেগে আছে বাংলাদেশের। এক ম্যাচে তামিমের সেঞ্চুরি, পরের ম্যাচেই সৌম্য সরকারের অপরাজিত ১২৭ রানের ইনিংসটির কথাও ভুলে যায়নি অনেকে।

ফলে সবশেষ দেখা পাকিস্তানকে দাপটের সঙ্গে হারানোর যে সুখস্মৃতি সেটাকে শক্তি করেই আজ এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মাঠে নামছে টিম বাংলাদেশ। বিকেল সাড়ে ৫টায় আবুধাবিতে শুরু হবে ম্যাচটি।

তবে এ ম্যাচের আগে বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন। টানা দুই হারের পর দল যখন বিদায়ের ঘণ্টাধ্বনি শুনছিল ঠিক তখনই ইমরুল কায়েসকে দেশ থেকে উড়িয়ে এনে আস্থার প্রতিদান পেয়েছে নির্বাচকরা। বিপরীতে টানা তিন ম্যাচে অপেনিংয়ে সুপারফ্লপ উদীয়মান নাজমুল হোসেন শান্ত।

আজকের ম্যাচকে ঘিরে পাকিস্তানের বিপক্ষে অতীতের পারফরম্যান্সের একটা হিসাবও কষতে চাইবেন নির্বাচক ও কোচরা। সেই দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন বাঁহাতি আরেক অপেনার সৌম্য সরকার। ফলে নাজমুলের জায়গায় আজ সৌম্যকে খেলানোর সম্ভাবনাই বেশি।

অন্যদিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কার্যকরী ৬৩ রানের ইনিংস খেললেও পরের তিন ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন মোহাম্মদ মিঠুন। এখানে স্পিনার নাজমুল হাসান অপুকে দলে রেখে একজন পেস বোলার বেশি নেয়ারও চিন্তা থাকতে পারে মাশরাফিদের। সেক্ষেত্রে একাদশে আসতে পারেন অভিজ্ঞ রুবেল হোসেন।

তবে একাদশ একটু এদিক-সেদিক হলেও মূল মনোযোগটা কিন্তু আজ দিতে হবে দলগত পারফরম্যান্সের দিকে। দল হয়ে মাঠে নেমে প্রত্যেককেই উজার করে দিতে হবে নিজের সেরাটা। তারচেয়েও বড় বিষয়- সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের খেলতে হবে আরেকটু দায়িত্ব নিয়ে।

আফগানদের হারিয়ে ফাইনালের যে হাতছানি পেয়েছে বাংলাদেশ পাকিস্তানের পরাজয়ের মধ্য দিয়ে তারই উল্লাস আজ করাটাই তো উচিত।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন