বুধবার বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

  16-10-2018 02:02PM

পিএনএস ডেস্ক : ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছার পর সকাল ১১টা থেকে ১২টায় শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে ট্রফিটি। স্বচক্ষে এই ট্রফিটি দেখার সুযোগ থাকছে সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও। ঢাকা, সিলেট আর চট্টগ্রাম-এই তিন শহরেই যাচ্ছে বিশ্বকাপ ট্রফিটি।

১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উম্মুক্ত থাকবে এটি। পরের দিন ১৯ অক্টোবর সিলেট ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।

বিশ্বকাপ ট্রফির সফর শুরু হয় দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সদর দফতরে, ২৭ আগস্ট। নয় মাসে ২১টি দেশের ৬০ শহর ভ্রমণ করবে ট্রফিটি। বর্তমানে ট্রফিটি আছে পাকিস্তানে। বাংলাদেশের পর এটি নেপাল, ভারত, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি হয়ে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পৌঁছাবে ইংল্যান্ড ও ওয়েলসে। সেখানেই ৩০ মে থেকে ১৪ জুলাই ব্যাপী চলবে বিশ্বকাপ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন