ঢাকায় আইসিসি বিশ্বকাপ ট্রফি

  17-10-2018 11:26AM

পিএনএস ডেস্ক : ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী বছরের মে মাসে ইংল্যান্ডে বসছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। যে আসরে একটি ট্রফির জন্য লড়বে সেরা ১০টি দল।

বিশ্বকাপের ঐতিহ্য অনুযায়ী ক্রিকেট বিশ্বকাপের আগে ট্রফিটি ঘুরে বেড়ায় বিশ্ব জুড়ে। তারই ধারাবাহিকতায় বুধবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছেছে ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি। থাকবে চার দিন।

বুধবার সকাল ১১ টার দিকে শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি। জাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমীর সামনে ট্রফিটি প্রদর্শিত হবে। সেই সঙ্গে সাধারণ মানুষ সুযোগ পাবে ট্রফি দেখার ও ছবি তোলা। শুধু ঢাকা নয়, ট্রফিটি প্রদক্ষিণ হবে সিলেট ও চট্টগ্রাম শহরেও।

১৮ অক্টোবর ঢাকায় যমুনা ফিউচার পার্কে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে ট্রফিটি। ১৯ অক্টোবর সিলেটের ন্যাশনাল স্টেডিয়াম ও এরপরের দিন ২০ তারিখ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন