শ্রীলঙ্কা সফর ইংল্যান্ডের ‘লোভ’!

  18-10-2018 03:29PM

পিএনএস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। প্রথম ম্যাচটা পরিত্যক্ত, পরের ম্যাচে খেলার ফল নির্ধারিত হয়েছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। আর কাল ক্যান্ডিতে তৃতীয় ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ায় বল মাঠে গড়িয়েছে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা দেরিতে। শ্রীলঙ্কায় ঘনঘোর বর্ষাকালে ওয়ানডে সিরিজ মাঠে গড়ানো নিয়ে তাই প্রশ্ন উঠেছে। প্রশ্নটা তুলেছে খোদ ইংল্যান্ডেরই ট্যাবলয়েড ‘মেইল অনলাইন’—লোভে পড়ে ইংল্যান্ডের এই সফর?

কালকের ম্যাচেও বৃষ্টি হানা দেওয়ায় খেলার দৈর্ঘ্য নেমে এসেছিল ২১ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫০ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় এউইন মরগানের দল। ইংল্যান্ড ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে এগিয়ে গেলেও সমালোচনা চলছে তাঁদের দেশেই। ‘মেইল অনলাইন’-এর প্রতিবেদনে সোজাসাপটাই বলা হয়েছে, এই সফর ‘প্রশাসকদের লোভের কারণে—আইসিসি, ইসিবি ও এসএলসি।’ অর্থাৎ ইংলিশ ক্রিকেট বোর্ড আর শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকেও দুষেছে তাঁরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লোভের কারণে ঠাসা সূচির মধ্যেও এই সফরের সূচি তৈরি করা হয়েছে। তাতে ক্ষতিটা হচ্ছে দর্শকদের—গাঁটের পয়সা খরচ করে তাঁরা এই সিরিজের টিকিট কেটেছিলেন। ক্রিকেটের আন্তর্জাতিক বর্ষপঞ্জিতে কোনো সপ্তাহ ফাঁকা থাকে না বললেই চলে। যদিও বা থাকে তাহলে শুধু অর্থ আয়ের কথা মাথায় রেখে কোনো না কোনো বোর্ড টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে সিরিজ আয়োজন করছে। এতে খেলোয়াড়দের পরিপূর্ণ বিশ্রাম মিলছে না—যে কারণে খেলার মানও পড়ে যাচ্ছে বলে মনে করছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে তাঁরা বলেছে ‘খেলার মান বজায় রাখতে ভারসাম্যপূর্ণ সূচি এখন ক্রিকেট সংগঠকদের কাছে গ্রহণযোগ্য নয়।’

ওয়ানডে সিরিজ ছাড়াও এক ম্যাচ টি-টোয়েন্টি ও তিন ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। দেশটির ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এই সময়ে শ্রীলঙ্কা সফর প্রসঙ্গে বলা হয়েছে,‘ইংল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজ শেষে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফর দিয়ে ২০১৮-১৯ মৌসুম শেষ করবে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডে তাঁরা ৮ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলবে। ২৯ নভেম্বর আমরা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষ করব। তাই বিকল্প ভাবনার সুযোগটা খুব কম ছিল।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন