‘বিশ্বে যত ফিক্সিং হয় তার বেশিরভাগই করে ভারতীয়রা’

  19-10-2018 06:41PM

পিএনএস ডেস্ক: ফিক্সিং বন্ধে বেশ কিছু দিন ধরেই কঠোর হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। কিন্তু তবুও যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। খেলার সততা বিনষ্ট নিয়ে বেশ চিন্তিত এই সংস্থাটি। তবে আগের তুলনায় আইসিসির কড়া নজরদারিতে কিছুটা হলেও কমেছে এই ফিক্সিং। আর আইসিসির এই নজরদারিতে উঠে এসেছে অবাক করা এক তথ্য।

আইসিসির এন্টি করাপশন ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইনফো'কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই অবাক করা তথ্য। আইসিসির মতে, সারা বিশ্বেই কম বেশি যত ফিক্সিং হয় সেগুলোর বেশিরভাগই করে থাকে ভারতীয় জুয়াড়িরা।

এক প্রশ্নের জবাবে মার্শাল বলেন, ‘শ্রীলঙ্কায় জুয়াড়িরা স্থানীয় এবং ভারতীয়ই হয় বেশি। আর আপনি যদি সারাবিশ্বের কথা বলেন তাহলে বেশির ভাগ দুর্নীতিবাজ জুয়াড়িরাই ভারতীয়।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন