ইমরুলের দুর্দান্ত সেঞ্চুরি, জিম্বাবুয়ের টার্গেট ২৭২

  21-10-2018 06:27PM

পিএনএস ডেস্ক : ইনিংস ওপেন করতে নেমে যখন তিন অংকে পৌঁছলেন, তখন উইকেটে তার সঙ্গী ৮ নম্বর ব্যাটসম্যান সাইফউদ্দিন। দীর্ঘদিন পর ওপেনিং পজিশনে ব্যাটিং করতে নেমেছেন ইমরুল। তার সঙ্গী ব্যাটসম্যানরা আসা যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন। এমন বিরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে ১১৮ বলে ৮ চার এবং ৩ ছক্কায় ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ইমরুল কায়েস।

আজ রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি বিন মুর্তজার দল। সর্বশেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা লিটন দাস আজ শুরু থেকে নড়বড়ে ছিলেন। সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে বেঁচে যান।

কিন্তু চাতারার এক ওভারে ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৬ষ্ঠ ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দেন ১৪ বলে ৪ রান করা লিটন। শেষ বলে অভিষিক্ত রাব্বি 'ডাক' মেরে ফিরেন প্যাভিলিয়নে। ১৭ রানে ২ উইকেট হারানোর পর লিটনের ওপেনিং সঙ্গী ইমরুল কায়েস মুশফিকুর রহিমকে নিয়ে বিপদ সামাল দেওয়ার মিশনে নামেন।

দুজনের জুটিতে ৪৯ রান আসার পর আবারও বিপদ। মাভুতার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক (১৫)। ইমরুলের সঙ্গী হন মিঠুন। ৬৪ বলে ৫ চার ১ ছক্কায় ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন অনেকদিন পর ওপেন করতে নামা ইমরুল। তার সঙ্গী হয়ে হাত খুলে মারতে থাকেন মোহাম্মদ মিঠুন। কিন্তু ১ চার ৩ ছক্কায় ৩৭ রানেই থামতে হয় তাকে। এরপর উইকেটে এসেই জার্ভিসের বলে 'ডাক' মেরে ফিরেন মাহমুদ উল্লাহ।

১৩৭ রানে ৫ উইকেট হারানোর পর দলকে ভরসা দিতে পারেননি মেহেদী হাসান মিরাজও। ২ রান স্কোরবোর্ডে যোগ হতেই ১ রান করে জার্ভিসের তৃতীয় শিকার হন তিনি। সঙ্গীহীন হয়ে পড়া ইমরুলকে সঙ্গ দিয়ে যান সাইফউদ্দিন। দুজনের জুটি অর্ধশত রান অতিক্রম করে।৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৭১ রান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ফজলে মাহমুদ রাব্বি, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন