ক্রিকেটারদের 'পিছনে লাথি' মারতে চান শেন ওয়ার্ন

  24-10-2018 02:04AM

পিএনএস ডেস্ক : কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন ক্ষেপে গেছেন। পাকিস্তানের কাছে দুই টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৭৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ের জন্যই এই হার। অজিদের এই জঘন্য পরাজয়ের পর তিনি জানান, ‘অজি ক্রিকেটারদের পিছনে লাথি মারা উচিত।’‌

এরপরই ওয়ার্ন যোগ করেছেন, ‘‌একদমসাদামাটা পারফরম্যান্স। আমরা গোটা দলকে সমর্থন করছি। আর তারা এরকম জঘন্য খেলছে। এরকম পারফরম্যান্সের পর ক্রিকেটারদের পিছনে লাথি মারাটাই ঠিক কাজ হবে।’

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে সহ-অধিনায়ক ছিলেন মিচেল মার্শ। নির্বাচকদের এই সিদ্ধান্তে ক্ষিপ্ত ওয়ার্ন। তিনি বলেছেন, ‘‌মার্শ নিজেকে দলে ভাল করে প্রতিষ্ঠাই করতে পারেনি। আর সেই ক্রিকেটারই হয়ে গেল সহ-অধিনায়ক। যার টেস্টে ব্যাটিং গড় মাত্র ২৫ কি ২৬।‌’‌

ওয়ার্ন জানান, ‘‌দুই ভাই মিচেল ও শন মার্শকে আমি পছন্দ করি। কিন্তু তাদেরতো পারফর্ম করতে হবে। সবচেয়ে বড় কথা মিচেল আগে ঘরোয়া ক্রিকেটে কয়েকটা শতরান করুক। যদি শন মার্শ ঘরোয়া ক্রিকেটে শতরান করে, তাহলে তাকে দলে নেওয়া হোক। কিন্তু ছন্দে না থাকলে দলে নেওয়াই উচিত নয়।’‌

অস্ট্রেলিয়ার ক্রিকেটের হতশ্রী দশা দেখে ওয়ার্নের বক্তব্য, ‘‌ঘরোয়া ক্রিকেটে জোর দিতে হবে। শেফিল্ড শিল্ডের মতো টুর্নামেন্টকে আরও গুরুত্ব দেওয়া হোক। তবে ঘরোয়া ক্রিকেটেও এখন প্রতিশ্রুতিমান ক্রিকেটারের অভাব রয়েছে।’‌

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন