ভারতের লোকসভা নির্বাচনে ধোনি!

  24-10-2018 05:06AM

পিএনএস ডেস্ক :সফল ক্রিকেটার থেকে রাজনীতির আঙিনায় পা রাখার ঘটনা ভারতে বিরল নয়৷ নভোজ্যোৎ সিং সিধু থেকে শুরু করে মোহম্মদ আজহারউদ্দিন, কীর্তি আজাদ থেকে চেতন চৌহানরা সংসদীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত৷ বিনোদ কাম্বলি, নবাব পতৌদি, মোহম্মদ কাইফরা নির্বাচনে অংশ নিলেও পায়ের তলার জমি শক্ত করতে পারেননি৷ রাজ্যস্তরে মন্ত্রিত্ব পেয়েছেন সাবেক বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা৷

শচীন টেন্ডুলকার সরাসরি রাজনীতির মঞ্চে পা না দিলেও রাজ্যসভার সাংসদ ছিলেন৷ সেই তালিকায় যোগ হতে পারে আরও দু’টি উল্লেখযোগ্য নাম৷ আসন্ন সাধারণ নির্বাচনে সরাসরি অংশ নিতে পারেন টিম ইন্ডিয়ার দুই তারকা ক্রিকেটার৷ যাদের মধ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক৷ বিজেপির টিকিটে লোকসভা ভোটে দাঁড়াতে পারেন গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনি৷

বিজেপির অন্দরমহলে গম্ভীরের নাম বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছে৷ পাশাপাশি ধোনিকে প্রস্তাব দেওয়া হয়েছে নিজের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রতিনিধিত্ব করার৷ শেষ পর্যন্ত ধোনি ভোটে দাঁড়াতে সম্মত হলে সন্দেহ নেই সেটাই হবে লোকসভা নির্বাচনে বিজেপির সেরা চমক৷

গম্ভীরকে দিল্লি থেকে মীনাক্ষি লেখির পরিবর্ত হিসাবে ভোটে দাঁড় করাতে চায় বিজেপি৷ মীনাক্ষির কাজে অসন্তুষ্ট বিজেপির অন্দরমহল৷ সেখানে গম্ভীরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই৷ ক্রিকেটের পাশাপাশি সামাজিক কাজে নিজেকে সারাক্ষণ জড়িয়ে রাখেন গম্ভীর৷

তবে ধোনিকে পাওয়ার বিষয়ে এখনও নিশ্চিত হতে পারছে না বিজেপি৷ কেননা ২০১৯ লোকসভা নির্বাচনের সময় বসবে আইপিএলের আসর৷ চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে নিজেকে ভোটের কাজে ব্যস্ত রাখতে ধোনি সম্মত হবেন কী না, তা নিয়ে সংশয় থেকেই যায়৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন