আর কয়েক বছর খেলবেন কোহলি!

  24-10-2018 05:36AM

পিএনএস ডেস্ক :সেঞ্চুরি করাটা একটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেটা টেস্ট হোক আর ওয়ানডে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ প্রথম ওয়ানডেতে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে সোয়া তিনশ রান তাড়া করে দলকে জিতিয়ে দেন তিনি। কিন্তু সেদিনের পুরস্কার বিতরণী মঞ্চে তার মুখে শোনা গিয়েছিল অদ্ভুত কথা। আর নাকি বেশিদিন ক্রিকেট উপভোগ করবেন না তিনি! সত্যিই কি তাই? মুখ খুললেন কোহলির কোচ রাজকুমার শর্মা।

বিধ্বংসী ইনিংস শেষে সেদিন কোহলি বলেছিলেন, 'আর কয়েক বছর খেলটা উপভোগ করতে বাকি। দেশের হয়ে খেলাটা সম্মান ও ভীষণ গর্বের। কোনো ম্যাচকেই হালকাভাবে দেখার সুযোগ নেই। খেলাটির প্রতি সৎ থাকলে কিছু ফেরত পাবেনই। আমি সেটাই করার চেষ্টা করি।'

প্রিয় তারকার কাছ থেকে এমন কথা শুনেই আশঙ্কায় পড়ে গিয়েছিলেন ক্রিকেট ভক্তরা। তবে কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা কিন্তু মনে করেন না, তার শিষ্য খুব তাড়াতাড়ি অবসর নেবেন। ভারতের এক শীর্ষ গণমাধ্যমকে তিনি বলেছেন, 'আমার মনে হয়না সে কয়েক বছরের কথা বোঝাতে চেয়েছে। সামনের ১০ বছর কোহলিকে দেশের হয়ে খেলতে দেখা যাবে। ৪০ বছরের আগে কোহলি অবসর নেওয়ার কথা ভাবতেই পারবে না। কারণ, আগে ওর রানের ক্ষুধাটা তো মেটাতে হবে।'

রাজকুমার আরও বলেছেন, 'সে কথাটা ওভাবে বলতে চায়নি। আরও ৫-৭ বছর বাকি- এটাই বলতে চেয়েছে। তার ফর্ম দুর্দান্ত। তেমন কোনো চোটও তার নেই। আগামী ১০ বছর সে কোথাও যাচ্ছে না।'

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন