জাতীয় লিগে চ্যাম্পিয়ন রাজশাহী

  08-11-2018 03:55PM

পিএনএস ডেস্ক :জাতীয় ক্রিকেট লিগে(এনসিএল) ছয় বছর পর চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ। বৃহস্পতিবার টায়ার-১’র চার দিনের ম্যাচে বরিশাল বিভাগকে ছয় উইকেটে হারিয়েছে রাজশাহী। এর আগে গত দুই আসরে টানা চ্যাম্পিয়ন ছিল খুলনা বিভাগ।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে অলআউট হয় বরিশাল। জবাবে প্রথম ইনিংসে ১৬০ রান তোলে রাজশাহী।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বরিশাল বিভাগ। আল-আমিনের ৯৭ , শামসুল ইসলামের ৫৬ আর নুরুজ্জামানের ৪৫ রানের ইনিংসের উপর ভর করে ৩৪৬ রান তোলে বরিশাল। এতে ২৮৪ রানের টার্গেট দাঁড়ায় স্বাগতিক রাজশাহীর জন্য।

কিন্তু জবাবে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিকির সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। ম্যাচ শেষে ১২০ রানে অপরাজিত থাকে জুনায়েদ। ১৮১ বলে তার ইনিংসটি ১৪টি বাউন্ডারি দিয়ে সাজানো তিনি। রাজশাহীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করে জহুরুল ইসলাম। আর প্রথম ইনিংসে শূন্য করা সাব্বির রহমান দ্বিতীয় ইনিংসে ৪ রানে অপরাজিত থাকেন।

দুই ইনিংস মিলিয়ে ১৯৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন জুনায়েদ সিদ্দিক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন