টানা ১৩টি ওয়ানডের পর অবশেষে নিউজিল্যান্ডকে হারাল পাকিস্তান

  10-11-2018 02:08PM

পিএনএস ডেস্ক : ওয়ানডেতে নিউজিল্যান্ডকে শেষ কবে হারিয়েছিল পাকিস্তান? ক্রিকেটপ্রেমিদের জন্য এ যেন এক কঠিনতম প্রশ্ন। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর, শারজাহতে পাকিস্তান ১৪৭ রানে জিতেছিল কিউইদের বিপক্ষে।

এরপর টানা ১৩টি ওয়ানডের ১২টিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে পাকিস্তান। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। প্রায় চার বছর পর একই মাঠে হারের বৃত্ত থেকে বের হলো পাকিস্তান ক্রিকেট দল।

টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনলো পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে ৪৭ রানে জিতেছিল নিউজিল্যান্ড।

শুক্রবার (৯ নভেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। ২৫ রানের মধ্যে কলিন মুনরো ও অধিনায়ক কেন উইলিয়ামসনকে হারায় তারা। মুনরো ১৩ ও উইলিয়ামসন ১ রান করেন।

এরপর আরেক ওপেনার জিওর্জি ওর্য়াকার ও রস টেইলর দলের স্কোর বড় করার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন তারা। তবে ২ রানের মধ্যে ওর্য়াকার ও মিডল-অর্ডার ব্যাটসম্যান টম লাথাম ফিরে গেলে আবারো চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। ওর্য়াকার ২৮ ও লাথাম ১ রানে আউট হন।

পঞ্চম উইকেটে হেনরি নিকোলসকে নিয়ে দলকে চাপমুক্ত করার পথে হাটতে থাকেন টেইলর। এতে দেড়শর কাছাকাছি পৌছে যায় নিউজিল্যান্ডের রান। কিন্তু দেড়শ স্পর্শ করার আগেই টেইলর-নিকোলসের জুটি বিচ্ছিন্ন হয়ে যায়। দু’জনে ৭৫ রান যোগ করেন। ৩৩ রান করে ফিরেন নিকোলস।

নিকোলসের বিদায়ের পর পরের দিকে আর কোন ব্যাটসম্যানই টেইলরকে ভালোভাবে সঙ্গ দিতে পারেননি। ফলে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ৩টি চার ও ১টি ছক্কায় ১২০ বলে অপরাজিত ৮৮ রান করেন টেইলর।পাকিস্তানের আফ্রিদি ৩৮ রানে ৪ উইকেট নেন।

২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমাম-উল-হক ও ফখর জামানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো শুরু পায় পাকিস্তান। এশিয়ায় নিজের প্রথম পঞ্চাশ পাওয়া ফখর ১১ চারে ৮৮ বলে করেন ৮৮। বাবর আজম ৫০ বলে করেন ৪৬ রান। শোয়েব মালিক ও সরফরাজ সাজঘরে ফেরেন দ্রুত। শাদাব খানকে সঙ্গে নিয়ে মোহাম্মদ হাফিজ চার মেরে দলকে জয় এনে দেন। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান করেন ২৭ রান।

দুবাইতে রোববার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২০৯/৯ (ওয়ার্কার ২৮, মানরো ১৩, উইলিয়ামসন ১, ল্যাথাম ১, নিকোলস ৩৩, টেইলর ৮৬*, ডি গ্র্যান্ডহোম ৩, সাউদি ১৩, সোধি ১৩, বোল্ট ১, ফার্গুসন ১*; আশরাফ ০/২৬, আফ্রিদি ৪/৩৮, হাসান ২/৫৯, হাফিজ ১/৩১, শাদাব ১/২৫, ওয়াসিম ০/২৪)

পাকিস্তান: ৪০.৩ ওভারে ২১২/৪ (ইমাম আহত অবসর ১৬*, ফখর ৮৮, বাবর ৪৬, হাফিজ ২৭*, মালিক ১০, সরফরাজ ১৩, শাদাব ২*; বোল্ট ০/৬০, সাউদি ০/৪৮, ফার্গুসন ৩/৬০, উইলিয়ামসন ০/৭, সোধি ১/২১, ডি গ্র্যান্ডহোম ০/১৫)।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন