লো স্কোরিং ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত

  16-11-2018 12:33PM

পিএনএস ডেস্ক : লো স্কোরিং ম্যাচে ভারতের দুরন্ত জয়৷ আইরিশদের ৫২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মিতালি-হরমনপ্রীতরা৷ প্রথমে ব্যাট করে মিতালির ৫১ রানের ইনিংসে ভর করে ১৪৫ রান তোলে ভারত৷ জবাবে রাধা-দীপ্তির দুরন্ত বোলিংয়ের সামনে আইরিশদের ইনিংস শেষ ৯৩ রানে৷ ম্যাচ সেরা হয়েছেন মিতালি৷

মুম্বাইয়ের উঠতি প্রতিভা(১৮বছর) রাধা একাই নিলেন তিন উইকেট(২৫/৩), দীপ্তি শর্মার ঝুলিতে দুই উইকেট(১৫/২)৷ একটি করে উইকেট পেয়েছেন হরমনপ্রীত ও পুনম যাদব৷ টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গেলে ভারতের মহিলা ব্রিগেড৷ এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত৷ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীতরা হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে৷টুর্নামেন্টে ভারতের পরবর্তী ম্যাচ ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷

মিতালি ছাড়া এদিন ভারতের হয়ে রান পেয়েছেন ওপেনার স্মৃতি মান্ধারা৷ ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান৷ অন্যদিকে টুর্নামেন্টে এই নিয়ে টানা দ্বিতীয়বার অর্ধশতরান হাঁকালেন মিতালি রাজ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি ছিল মিতালির(৫৬রান)৷

দুই ওপেনারের ব্যাট রান এলেও ভারতের মিডল অর্ডার এদিন হতাশ করেছে৷ ছয় মেরে ইনিংস শুরু করে সাত রানে ডাগআউটে ফেরেন নিউজিল্যান্ড ম্যাচে দুরন্ত শতরান করা হরমনপ্রীত৷ উঠতি প্রতিভা জেমেইমাও এদিন ১৮ রানে ফিরলেন৷

পুুরুষ ও মহিলা দল মিলিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান,মিতালি রাজ- ২২৮৩ রান, রোহিত শর্মা- -২২০৭ রান, বিরাট কোহলি-২১০২ রান৷ এদিন ভারতীয় দলের মিডল অর্ডারের ব্যাটিং ব্যার্থতা ঢেকে দিলেন বোলাররা৷ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্পিন বোলারদের দাপটে সহজে ম্যাচ বের করে নেয় ভারত৷

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন