উইন্ডিজ শিবিরে মাশরাফির দ্বিতীয় আঘাত

  09-12-2018 02:57PM

পিএনএস ডেস্ক :দিনের শুরুটা করেন ইনজুরি থেকে ফেরা সাকিব আল হাসান। এর পর নিজের টানা দুই ওভারে উইকেট তুলে নেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সফরকারীদের তৃতীয় উইকেট তুলে নেন এই ডানহাতি বোলার। শাই হোপকে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে সাজ ঘরে পাঠিয়ে দেন তিনি। হোপ আউট হবার আগে ৪৩ রান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ২৬ ওভার শেষে ৩ উইকেটে ৮৩ রান। মাঠে আছেন মারলন স্যামুয়েলস(৩) ও শিমরন হেটমেয়ার(০)।

এদিন ক্যারিবীয় শিবিরে প্রথম আঘাত করেন সাকিব আল হাসান। নিজের চতুর্থ ওভারের শেষ বলে কাইরন পাওয়েলকে আউট করেন তিনি। ব্যাক্তিগত ১০ রানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন উইন্ডিজ ওপেনার।

সাকিব আল হাসানের পর ক্যারিবীয় শিবিরে দ্বিতীয় আঘাত করলেন অধিনায়ক মাশরাফি। ড্যারেন ব্রাভো ম্যাশকে তুলে খেলতে গিয়ে সীমানার কাছে তামিম ইকবালের হাতে ধরা পড়ে। কিছুটা দৌড়ে এসে সামনে ড্রাইভ দিয়ে ব্রাভোর ক্যাচ তালুবন্দী করেন তামিম।আউট হবার আগে ৫১ বল খেলে ১৯ রান করেন মারকুটে ব্যাটসম্যান ব্রাভো।

এর আগে রোববার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি।

এটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩২তম ওয়ানডে ম্যাচ। আজকে ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ দলের প্রাণ ভোমরা মাশরাফি বিন মর্তুজা। তার রেকর্ড ম্যাচ আজকের এই ওয়ানডে। আজকে দুইশতম ওয়ানডে খেলতে নেমেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

এর আগের ৩১ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ৯টি। ক্যারিবীয়রা জিতেছে ২০টি। দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর এই সিরিজে বাংলাদেশ দলে ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাছাড়া সৌম্য সরকারও দুর্দান্ত ফর্মে রয়েছেন। ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারায় বিসিবি একাদশ। এই ম্যাচে সেঞ্চুরি করেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক জ্যাসন হোল্ডার ইনজুরিতে থাকায় খেলতে পারছেন না। হোল্ডার না থাকায় টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেন ক্রেইগ ব্রেথওয়েট। ওয়ানডে সিরিজে সফরকারী দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোভম্যান পাওয়েল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইরন পাওয়েল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোস্টন চেজ, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমো পল, কেমার রোচ এবং ওশানে থমাস।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন