অ্যাডিলেড টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারত

  10-12-2018 12:03PM

পিএনএস ডেস্ক : অ্যাডিলেড টেস্টে ৩১ রানে অস্ট্রেলিয়াকে ঐতিহাসিক জয় পেল ভারত। দ্বিতীয় ইনিংসে ৩২৩ রানের টার্গেট দিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে নামায় বিরাট বাহিনী। ২৯১ রানে অল-আউট অজিরা।

পঞ্চম দিনের খেলার শুরুতেই গত ইনিংসে অজি দলের পক্ষে সর্বাধিক রান সংগ্রহকারী ট্রাভিস হেডকে দুর্দান্ত বাউন্সারে পরাস্ত করেন ইশান্ত শর্মা। গালিতে আজিঙ্কা রাহানের হাতে ধরা পরেন তিনি। আউট হওয়ার আগের তার অবদান মাত্র ১৪।

ভালোই ব্যাটিং করছিলেন সাম্প্রতিককালে ফর্মে না থাকা শন মার্শ। কিন্তু ব্যক্তিগত ৬০ রানে যশপ্রীত বুমরার বলে উইকেটকিপার ঋষভ পান্থের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৮৬/৬। অজি অধিনায়ক টিম পেইন ৪০ রানে ও প্যাট কামিন্স ৫ রানে ব্যাটিং করছিলেন। বিরতির পরে দ্বিতীয় ওভারেই বুমরা ফিরিয়ে দেন টিম পেইনকে। পুল করতে গিয়ে ঋষভ পান্থের হাতে ধরা পড়েন তিনি।

২৮ রান করে মোহম্মদ শামির বলে সেই পন্থের হাতেই ক্যাচ দিয়ে আউট হন মিচেল স্টার্ক। প্রতিরোধ গড়ে তুলছিলেন কামিন্স। ২৮ রানের মাথায় তাকেও ফিরিয়ে দেন বুমরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন