ক্যারিবীয় স্টাইলেই জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

  17-12-2018 03:20PM

পিএনএস ডেস্ক : তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দিল না সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১৩০ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার শাই হোপের বিধ্বংসী ইনিংসে ভর করে ৫৫ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় সফরকারীরা। ২৩ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৫৫ রানের ইনিংস খেলেন ওয়ানডে সিরিজ সেরা শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজ ১১তম ওভারের পঞ্চম বলেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান ৪৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন। ক্যারিবীয়দের পক্ষে পেসার শেল্ডন কর্টরেল ২৮ রানে নেন ৪ উইকেট। এছাড়াও কিমো পল ২৩ রানে নেন ২ উইকেট।

১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ও শাই হোপ ব্যাট হাতে ইনিংসের ঝড়ো সূচনা করেন। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বল হাতে আক্রমণে আসেন। প্রথম ওভারে ৭ রান নিলেও দ্বিতীয় ওভারে মিরাজের বলে ১৯ রান নেন দুই ওপেনার। মাত্র ১৯ বলেই ৫০ রান টপকে যাওয়া ক্যারিবীয় ইনিংসের প্রথম উইকেট নেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ১১ বলে ১৮ রান করা লুইসকে ফেরান তিনি। অপর প্রান্তে ৯ বলে ২৯ রানে অপরাজিত থাকেন হোপ। ৮ম ওভারের চতুর্থ বলে হাফ সেঞ্চুরিয়ান শাই হোপকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী ২০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ- ১২৯/১০ (১৯ ওভার) সাকিব ৬১; কর্টরেল ৪/২৮

ওয়েস্ট ইন্ডিজ- ১৩০/২ (১০.৫ ওভার) হোপ ৫৫; মাহমুদউল্লাহ ১/১৩

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন