মাঠে নামার আগে যা বললেন ডি ভিলিয়ার্স

  19-01-2019 10:07AM


পিএনএস ডেস্ক: এবি ডি ভিলিয়ার্স মানেই যে আকাশছোঁয়া প্রত্যাশা; বিশ্বসেরা ক্রিকেটার খুব ভালো করে জানেন সেটা। প্রত্যাশা পূরণের চাপ নিয়ে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান বিপিএলে আলো ছড়াবেন, এমনটাই চাওয়া বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এখন সিলেটে। ‘৩৬০ ডিগ্রি’ ক্রিকেটারের উপস্থিতিতে যেন পাল্টে গেছে বিপিএলের আবেদন!

সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠ মাতাতে আজ মাঠে নামছেন তিনি। মাঠের লড়াইয়ে নামার আগে মিডিয়ার মুখোমুখিতে রংপুর রাইডার্সকে নিয়ে প্রত্যাশা পূরণের কথা বললেন। স্বপ্ন পূরণের কথা বললেন।

ডি ভিলিয়ার্স বলেন, ‘রংপুরের হয়ে আমি এখনো খেলিনি। যদি সুযোগ পাই, তাহলে আজ আমার প্রথম ম্যাচ। ক্রিকেটারদের নামগুলোর দিকে খেয়াল করেন, তাহলে দেখবেন রংপুর খুবই শক্তিশালী ও ব্যালান্সড একটি দল। গত মৌসুমে রংপুর খুব ভালো ক্রিকেট খেলেছে। এখনো নক আউট পর্বে খেলার সুযোগ রয়েছে আমাদের। এজন্য পরের ৬ ম্যাচে আমাদের ভালো খেলতে হবে। আমি মনে করি আমরা বেশ ভালোভাবেই টুর্নামেন্টটি শেষ করব।’

অসাধারণ স্ট্রোক প্লেয়ার বিপিএল খেলতে এসে আরও একবার আকাশঁছোয়া প্রত্যাশার মুখোমুখি। বিষয়টিকে উপভোগও করেন বলতে দ্বিধা করেননি এবি। তিনি বলেন, ‘পুরো ক্যারিয়ারে যখন যেখানে খেলেছি, আমার ওপর সবসময়ই দলগুলোর প্রত্যাশা ছিল। আমি এটা উপভোগ করি। জানি, এবারও আমার ওপর দলের সেই প্রত্যাশা। মনে রাখবেন, ক্রিকেট এমন একটি খেলা, আপনি চাইলেই প্রতি ম্যাচে পারফরম্যান্স করতে পারবেন না। সত্যি বলতে, আমি একজন বাস্তববাদী ক্রিকেটার। আমার চাওয়া-পাওয়া বেশি নয়। শুধু সুযোগ ও সময়মতো জ্বলে উঠতে চাই।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন