লরি ইভানন্সের সেঞ্চুরিতে রাজশাহীর সংগ্রহ ১৭৬ রান

  21-01-2019 03:36PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের প্রথম ম্যাভে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী কিংস নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিলেন কিংসরা। পরে রায়ান টেন ডেসকাটকে নিয়ে চাপ কাটিয়ে উঠেছেন লরি ইভান্স। ১৪৮ রানের জুটি গড়েন তারা।

লরি ইভান্স দেখা পান সেঞ্চুরির। এটি চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরি। ৬২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৬টি ছক্কার মার। টেন ডেসকাটক ৪১ বল খেলে ২ চার ও ৩ ছয়ের সাহায্যে ৫৯ রান করেন। এই দু'জনের ব্যাটে ভর করে কুমিল্লাকে ১৭৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম হয় রাজশাহী।

কুমিল্লার পক্ষে মেহেদি হাসান ১টি ও লিয়াম ডসন ২টি উইকেট দখম করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন