সিরিজ হারের কারণ জানালেন মাশরাফি

  16-02-2019 05:46PM

পিএনএস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতেও হেরে গেছে মাশরাফি বাহিনী। প্রথম ম্যাচের মতো এ ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে কিউইরা।ফলে সিরিজ হাতছাড়া হলো টাইগারদের।

শনিবার ( ১৬ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ম্যাচে হারের কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে টাইগার দলের অধিনায়ক বলেন, ‘হ্যাঁ; এটি একটি কঠিন দিন ছিল। আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আমাদের পার্টনারশিপগুলো হয়েছে ৩০ রানের মতো। সেগুলো ৬০ পর্যন্ত গেলে আলাদা কিছু হতে পারত।’

তিনি বলেন, ‘আমাদের টপঅর্ডাররা ভালো করতে পারেনি। মিঠুন ভালো রান করেছে। মুস্তাফিজুর আজ দুর্দান্ত বোলিং করেছে। এছাড়া এ ম্যাচে ইতিবাচক সেরকম কিছু নেই।’

মাশরাফি বলেন, ‘আমাদের দল হয়ে খেলতে হবে। আমাদের সংগ্রহটা ছিল ২২০-২৩০ এর মধ্যে। যেটা দরকার ছিল ২৭০-২৮০ মতো। তাহলে আমরা লড়াই করতে পারতাম।’

সিরিজ বাঁচানোর এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের দুই বল বাকি থাকতেই সবকয়টি উইকেট হারিয়ে ২২৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের ৮৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষে পৌঁছে যায় স্বাগতিকরা। আর জয়ের মধ্যে দিয়ে সিরিজ নিজেদের করে নিল কিউইরা। কিউইদের উইকেট দুটি নিয়েছেন মুস্তাফিজ। আগামী ২০ ফেব্রুয়ারি ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্ল্যাকক্যাপসদের মুখোমুখি হবে বাংলাদেশ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন