ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দল

  18-02-2019 05:19PM

পিএনএস ডেস্ক : টানা অষ্টমবারের মতো দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ও জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষক হয়েছে ওয়ালটন গ্রুপ। আগামী ৮ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমের খেলা।

১২ দলের এই লিগ লিস্ট ‘এ’ মর্যাদাপূর্ণ। এ মৌসুমের ‘প্লেয়ার্স ড্রাফট’ আজ অনুষ্ঠিত হয়েছে। এবারের লিগে নতুন দুই ক্লাব, উত্তরা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি। ৮ বছর পর বিকেএসপি ফিরেছে ঢাকা লিগে। দেশি ক্রিকেটারদের পাশাপাশি এতে থাকছে বিদেশি ক্রিকেটাররাও। প্রতিটি ক্লাব দলে নিতে পারবে একজন করে বিদেশি।

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। শাইনপুকুর নিয়েছে সৌম্য সরকারকে। এ ছাড়া নাসির হোসেনের ঠিকানা শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

পছন্দের খেলোয়াড় দলে ভেড়াতে লটারিতে প্রথম ‍সুযোগ পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতবার শিরোপাধারী আবাহনী লিমিটেডে খেলা এনামুল হক বিজয়কে শুরুতেই নিয়ে নেয় তারা। দুইয়ে ডাক পাওয়ার সুযোগ পেয়ে জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্যকে দলে নেয় শাইনপুকুর। আবাহনী লিমিটেড লটারিতে তিন নম্বরে ডাক পাওয়ার সুযোগ পায়। ডানহাতি পেসার রুবেলকে দলে নিয়ে শক্তি বাড়িয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আবাহনী আগেই রিটেইন করেছে মাশরাফি বিন মুর্তজাকে।

ধানমন্ডি পাড়ার আরেক ক্লাব শেখ জামাল নিজেদের প্রথম ডাকে নাসির হোসেনকে দলে নেয়। গতবার আবাহনীকে নেতৃত্ব দিয়ে নাসির পেয়েছিলেন শিরোপা। এবার নাসির শুরু থেকে লিগে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। গাজী গ্রুপ ক্রিকেটার্স দলে নিয়েছে বিপিএলে দ্যুতি ছড়ানো রনি তালুকদারকে।

ঢাকা লিগে আট বছর পর আসা বিকেএসপি ছয় নম্বরে ডাক পাওয়ার সুযোগ পায়। প্রথম ডাকে তারা দলে নেয় মাহমুদুল হাসান জয়কে। এরপর ব্রাদার্স ইউনিয়ন ফজলে মাহমুদ রাব্বীকে ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি রবিউল হককে দলে নেয়। ঐতিহ্যবাহী মোহামেডান লটারিতে নয়ে ডাক দেওয়ার সুযোগ পেয়ে নেয় আবদুল মজিদকে।

আরেক নবাগত দল উত্তরা স্পোর্টিং ক্লাব দলে নেয় তানজিদ হাসান তামিমকে। প্রাইম দোলেশ্বর দলে নেয় তাইবুর রহমান পারভেজকে। প্রথম রাউন্ডে সবার পরে ডাকের সুযোগ আসে লিজেন্ডস অব রূপগঞ্জের। জাতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার মুমিনুল হককে দলে নেয় রূপগঞ্জ।

প্রিমিয়ার লিগের দলগুলো তিনজন করে ক্রিকেটার আগেই রিটেইন করায় প্লেয়ার্স ড্রাফটের আকর্ষণ ছিল খুব কমই। বিশ্বকাপের প্রস্তুতি ও বিশ্রামের উদ্দেশ্যে আগেই ছুটি চেয়ে রেখেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। প্রিমিয়ার লিগে থাকবেন না তারা।

দ্বিতীয় রাউন্ডে জহুরুল ইসলাম অমিকে আবাহনী, মোহাম্মদ ইলিয়াস সানিকে শেখ জামাল, জাকির আলী অনিককে রূপগঞ্জ এবং সাইফ হাসাকে দলে নেয় প্রাইম দোলেশ্বর। বিপিএলের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলা শামসুর রহমান শুভকে দলে নিয়েছে গাজী গ্রুপ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পছন্দ জাতীয় দলের পেসার শফিউল ইসলামকে। এছাড়া অলোক কাপালি, সোহরাওয়ার্দী শুভ, মোহাম্মদ শরীফউল্লাহ, মিনহাজ খান রিফাত, মাকিদুল ইসলাম ও মইনুল ইসলাম সোহেলকে দলে নেয় যথাক্রমে প্রাইম ব্যাংক, শাইনপুকুর, ব্রাদার্স ইউনিয়ন, উত্তরা স্পোর্টিং, বিকেএসপি ও খেলাঘর।

রিটেইন করা ক্রিকেটারদের তালিকা:

আবাহনী লিমিটেড: মাশরাফি বিন মুর্তজা (এ প্লাস), মোসাদ্দেক হোসেন (এ), নাজমুল হোসেন শান্ত (এ)।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: জিয়াউর রহমান (এ), নুরুল হাসান সোহান (এ), তানভীর হায়দার (বি প্লাস)

লিজেন্ডস অব রূপগঞ্জ: নাঈম ইসলাম (এ), আসিফ হাসান (বি), নাঈম শেখ (বি)

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফরহাদ রেজা (এ), মার্শাল আইয়ুব (এ), আরাফাত সানী (বি প্লাস)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: রবিউল ইসলাম রবি (বি), মাহিদুল ইসলাম অঙ্কন (সি), তানভীর ইসলাম (সি)

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ইমরুল কায়েস (এ প্লাস), মেহেদী হাসান (বি প্লাস), আবু হায়দার রনি (বি প্লাস)

মোহামেডান স্পোর্টিং ক্লাব: রকিবুল হাসান (বি প্লাস), কাজী অনিক ইসলাম (সি প্লাস), ইরফান শুক্কুর (বি)

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: আরিফুল হক (এ), জাকির হাসান (বি), মোহাম্মদ আল আমিন (এ)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: শুভাগত হোম (এ), আফিফ হোসেন (বি), তৌহিদ হৃদয় (সি প্লাস)

ব্রাদার্স ইউনিয়ন: জুনায়েদ সিদ্দিক (বি প্লাস), মিজানুর রহমান (বি প্লাস), ইয়াসির আলী (বি প্লাস)।

জাতীয় দলের তিন ক্রিকেটার মুশফিক, সাকিব ও তামিম ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন না তা আগেই জানা ছিল।

মাশরাফি বিন মুর্তজাকে ধরে রেখেছিল শিরোপাধারী আবাহনী লিমিটেড। নিউজিল্যান্ড সফর শেষে মাহমুদউল্লাহ দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন। এরপর খেলবেন ঢাকা লিগে। লিগের প্রথম পর্ব পুরোটাই মিস করবেন এ ক্রিকেটার। ৬ এপ্রিল থেকে অ্যাভেইলেভেল এ ক্রিকেটারকে প্রথম তিন রাউন্ডে আগ্রহ দেখায়নি প্রিমিয়ার লিগে অংশ নেওয়া ১২ ক্লাব।

চতুর্থ রাউন্ডে পঞ্চম ডাকে মাহমুদউল্লাহকে ৩৫ লাখ পারিশ্রমিকে দলে ভিড়িয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০১৬ প্রিমিয়ার লিগেও এ দলে খেলেছিলেন মাহমুদউল্লাহ। জাতীয় দলের এ স্পিন অলরাউন্ডারের পাশাপাশি দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের এ পেসারও ৬ এপ্রিল থেকে অ্যাভেইলেভেল। ২৫ লাখ পারিশ্রমিকে এ খেলোয়াড়কে দলে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।এ ছাড়া জাতীয় দলের সাইফউদ্দিন ও লিটন কুমার দাসকে পঞ্চম রাউন্ডে দলে ভিড়িয়েছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিটন ২২ মার্চ এবং সাইফউদ্দিন ৬ এপ্রিল থেকে অ্যাভেইলেভেল থাকবেন। মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব পঞ্চম রাউন্ডে দলে নিয়েছে মোহাম্মদ আশরাফুলকে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন