তৃতীয় ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

  20-02-2019 07:16AM

পিএনএস ডেস্ক : নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা। নেপিয়ারের পর ক্রাইস্টচার্চেও তামিম-মুশফিক-মাহমুদুল্লাহদের ব্যাটে ছিল রান খরা। প্রথম ওয়ানডেতে ২৩২ রান, দ্বিতীয় ওয়ানডেতে ২২৬। আর দু'ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে আর ৮ উইকেটের ব্যবধানে হেরেছে।

তাই সিরিজের শেষ তথা তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নিউজিল্যান্ডের ডানেডিনে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় খেলা শুরু হয়েছে।

এ ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না মোহম্মদ মিঠুন। তার পরিবর্তে দলে ফিরেছেন রুবেল হোসেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মিঠুনের সঙ্গে চোট পান মুশফিকুর রহিমও। তবে মুশফিকুর রহিমের চোট গুরুতর নয়। তৃতীয় ওয়ানডেতে তিনি খেলছেন।

নেপিয়ার ও ক্রাইস্টচার্চে হেরে টাইগারদের সিরিজ ইতোমধ্যেই হাতছাড়া। ডানেডিনে হোয়াইটওয়াশের লজ্জা ঢাকার এই ম্যাচ। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যাটসম্যানরাদের কিছু করতে হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন