দুই মৌসুম খেলোয়াড় কিনতে পারবে না চেলসি

  23-02-2019 09:32AM


পিএনএস ডেস্ক: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার দেওয়া নিয়ম ভাঙায় আগামী দুই মৌসুম আর কোনো খেলোয়াড় কিনতে পারবে না চেলসি। শুধু নিষেধাজ্ঞাই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবকে ৬ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ছাড় পায়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও (এফএ)। তাদেরকেও ৫ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে ফফা।

তবে এই শাস্তির বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে আবেদন করতে পারবে চেলসি। তবে মাত্র ৩ দিনের মধ্যে। এমনকি ক্রীড়া আদালতেও যেতে পারবে ক্লাব কর্তৃপক্ষ।

ফিফার বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে কোনো খেলোয়াড় কিনতে পারবে না কোনো ক্লাব। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করেছে চেলসি। আর তাই ২০২০ সালের গ্রীষ্ম মৌসুম পর্যন্ত নতুন কোনও খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে না ক্লাবটি।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ১৮ বছরের নিচের খেলোয়াড়দের সঙ্গে চেলসির চুক্তি নিয়ে তদন্ত করেছে ফিফা। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলা বুরকিনা ফাসোর ত্রাওরে সহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে চেলসি, যাদের বয়স ১৮ বছরের নিচে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন