১২৩ বছর পর যে রেকর্ড গড়লেন দুই আইরিশ ব্যাটসম্যান!

  17-03-2019 10:26PM

পিএনএস ডেস্ক: টেস্ট ক্রিকেটে ১২৩ বছর আগে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল। আর দলের মাত্র দ্বিতীয় টেস্টেই সেই রেকর্ড ফিরিয়ে আনলেন আয়ারল্যান্ডের দুই ব্যাটসম্যান ক্যামেরন ডউ ও টিম মুরতাগ। ১৮৯৫ সালের পর টেস্ট ক্রিকেটে অনন্য এক রেকর্ড গড়লেন তারা। ভাগ বসালেন আলবার্ট ট্রট ও সিডনি কালাওয়ের রেকর্ডে।

চলমান দেরাদুন টেস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসের শেষ জুটিতে ৮৭ ও দ্বিতীয় ইনিংসের শেষ জুটিতে ৫৮ রান যোগ করেন দুই টেইল অ্যান্ডার ব্যাটসম্যান ডউ ও মুরতাগ। যা বিশ্বের বাঘা বাঘা দলের টেইল অ্যান্ডাররাও করে দেখাতে পারেনি।

সর্বশেষ কোনো টেস্টের দুই ইনিংসেই শেষ জুটিতে অন্তত ৫০ রান করেছিলেন অস্ট্রেলিয়ার আলবার্ট ট্রট ও সিডনি কালাওয়ে। ১৮৯৫ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষ উইকেটে ৮১ ও দ্বিতীয় ইনিংসের শেষ জুটিতে ৬৪ রান করেন ট্রট ও কালাওয়ে। তাদের রেকর্ড এতদিন কেউ পারেননি।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন