সুপার ওভারে জয় পেল দ.আফ্রিকা

  20-03-2019 07:43AM

পিএনএস ডেস্ক : সুপার ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয় পেল দক্ষিণ আফ্রিকা। লাসিথ মালিঙ্গার করা সুপার ওভারে ১৪ রান নেয় প্রোটিয়ারা। অপরদিকে লেগ স্পিনার ইমরান তাহিরের ওভার থেকে শ্রীলঙ্কা করে মাত্র ৫ রান। সুপার ওভারে ৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।

কেপ টাউনের নিউল্যান্ডসে মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ডিকভেলা ও কুসল মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। অভিষিক্ত আভিশকা ফার্নান্দো ফিরে যান ১৬ রান করে। পরে সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি অ্যাঞ্জেলো পেরেরা ও থিসারা পেরেরা।

১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রান আউট হয়ে ফিরে যান রিজা হেনড্রিকস। কুইন্টন ডি কক ও ফাফ দু প্লেসিও বেশিক্ষণ টিকেননি। পরপর টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া দক্ষিণ আফ্রিকাকে টেনে তুলেন রাসি ফন ডার ডাসেন ও ডেভিড মিলার। জয়ের জন্য শেষ ওভারে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৫ রান। উদানার সেই ওভারে শেষ বলে এক রান নিয়ে ম্যাচ টাই করেন তাহির ও স্টেইন। ম্যাচ গড়ায় সুপার ওভারে। মিলার জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

আগামী শুক্রবার সেঞ্চুরিয়নে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন