বিশ্বকাপে ওয়াহাব রিয়াজ-মোহাম্মদ আমিরের দরকার ছিল: আফ্রিদি

  19-04-2019 03:22AM

পিএনএস ডেস্ক : বিশ্বকাপে ইংলিশ কন্ডিশনের জন্য ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের খুব প্রয়োজন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।


বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।
টুইট বার্তায় আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য চূড়ান্ত দল ঘোষণা করতে ক্রিকেট বোর্ডকে নানা বেগ পোহাতে হয়।’

‘যারা এবারের দল নির্বাচন করেছেন তাদের প্রতি শুভ কামনা। আমরা আশা করি এই দলই আমাদের বিশ্বকাপ এনে দেবে।’

‘তবে ব্যক্তিগতভাবে আমি ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরকে মিস করবো। ইংলিশ কন্ডিশনের জন্য তারা দলকে ভালো কিছু দিতে পারতো।’

এদিকে শোয়েব আখতার বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট দলের পেস আক্রমণ নিয়ে উদ্বিগ্ন। ইংল্যান্ডের বাউন্সি উইকেটে আমাদের যেসব পেস বোলারদের প্রয়োজন ছিল, তাদের আমরা নিতে পারিনি। যে দলটা দেয়া হয়েছে সেখানে গতির ঝড় তোলার মতো তেমন কেউ নেই।’

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এ দলই চূড়ান্ত দল নয়। আগামী ২৩ মে আইসিসিকে চূড়ান্ত দলের তালিকা দেবে তারা। এ ঘোষণায় মোহাম্মদ আমিরের ভক্তরা কিছুটা আশাবাদীও। কারণ, ইংল্যান্ড সিরিজে ভালো কিছু করলে অনায়াসে বিশ্বকাপ দলে জায়গা পাবেন জনপ্রিয় এ পেসার।

এদিকে ঘোষিত ১৫ সদস্যের দলে মোহাম্মদ আমিরের বাদ পড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার।
নৈপুণ্য দিয়ে দলে ফিরবেন মোহাম্মদ আমির

ইংল্যান্ড সিরিজে নৈপুণ্য দিয়ে বিশ্বকাপ দলে সুযোগ পেতে চান পাকিস্তানের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির।

নিজের ভেরিফায়েড টুইটারে মোহাম্মদ আমির এক টুইটবার্তায় বলেন, ‘বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে আমি আশাহত নই। আমার বিশ্বাস ইংল্যান্ড সিরিজে ভালো খেললে বিশ্বকাপের সুযোগ আসবে।’

বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের শুভ কামনা জানিয়ে ২৭ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার বলেন ‘বিশ্বকাপের দলের জন্য শুভ কামনা, আশা করি শিরোপা আমাদের ঘরে আসবে। চলুন পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করি।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ দলে জায়গা হয়নি বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমিরের।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও ইংল্যান্ড সিরিজে আছেন আমির। বিশ্বকাপ দলে মোহাম্মদ আমিরের থাকা না থাকা নিয়ে সম্প্রতি অনেক গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত অফ ফর্মের কারণে বাদ পড়েন আমির।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, বাবর আজম, আবিদ আলী, ফখর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন