সড়ক দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটার আহত

  20-04-2019 11:00PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাবেক এক টেস্ট ক্রিকেটার। সাবেক ওই ক্রিকেটারের নাম মোহাম্মাদ নাজির। তিনি ১৯৮৩ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৪টি টেস্ট ম্যাচ খেলেন।

শনিবার (২০ এপ্রিল) বিকালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।

পিসিবির অফিসিয়াল টুইট বার্তায় বলা হয়, ‘আমাদের টেস্ট ক্রিকেটার এবং আম্পায়ার মোহাম্মদ নাজির জুনিয়র (৭৩) সড়ক দুর্ঘনায় আহত হয়েছেন। আমরা নাজির জুনিয়রের দ্রুত সুস্থতা কামনা করছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তার পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা দেবে।’

উল্লেখ্য, পাঞ্জাবের রাওয়ালপিন্ডিতে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাজির। নাজির ১৯৬৪ সাল থেকে ঘরোয়া ক্রিকেট খেলছিলেন। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার।

ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর আম্পায়ারিংকে পেশা হিসেবে বেছে নেন তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন