নৃশংস হামলা আমাকে হতাশ করেছে : সাঙ্গাকারা

  21-04-2019 08:18PM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

দেশিটির গির্জা ও বিলাসবহুল হোটেলে বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক টুইট বার্তায় বলেন, এমন বর্বরতা এবং ঘৃণ্য হামলার ঘটনায় আমি অবাক হয়েছি। আমার হৃদয়কে কাপিয়ে দিয়েছে। কোনো বিবেকবান মানুষের পক্ষে সিরিজ বোমা হামলা চালানো সম্ভব নয়। যারাই এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হোক। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

সিরিজ বোমা হামলার ঘটনায় টুইট বার্তায় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াববর্ধনে বলেন, কোনো সুস্থ মানুষ এভাবে সিরিজ বোমা হামলা চালাতে পারে না। শ্রীলংকার জনগণের জন্য এটা খুবই দুঃখজনক ঘটনা। গত ১০ বছর শান্তিতে বসবাসের পর আবারও এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটল। এই ঘটনায় আমি উদ্বিগ্ন।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে এখন ১৫৬ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। নিহতের মধ্যে অন্তত ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন