আম্পায়ারের পকেটে বল, খেলা বন্ধ ১ মিনিট!

  25-04-2019 09:06AM


পিএনএস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর একটি ম্যাচে হাস্যকর ঘটনা ঘটেছে। এখন এ নিয়েই ঠাট্টা-বিদ্রুপে মেতেছেন ক্রিকেট ভক্ত-অনুসারীরা। ওই ম্যাচে বল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই এক মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ ছিল।

গতকাল বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে কিংস ইলিভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের এমন অদ্ভুত ঘটনা ঘটে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৪ তম ওভারের সময় বল খুঁজে পাওয়া যাচ্ছিল না। আম্পায়াররাও হন্য হয়ে খুঁজছিলেন কোথায় গেল বল! ক্রিজে থাকা এবি ডি ভিলিয়ার্স হাসছিলেন। পরে নতুন বল নিয়ে আসা হয়।

পরে দেখা যায়, ম্যাচের আম্পায়ার শামসুদ্দিনের জন্যই এ বিপত্তি ঘটেছে। তিনি নিজের পকেটে বলটি রেখেছিলেন। কিন্তু বিষয়টি তার মনে ছিল না। ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৭ রানে জয় পায় বেঙ্গালুরু। সূত্র: ইন্ডিয়া টুডে

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন