জিতলেই ফাইনালে বাংলাদেশ

  13-05-2019 11:09AM

পিএনএস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে উইন্ডিজের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। সোমবার (১৩ মে) ডাবলিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।

আয়ারল্যান্ডে এই টুর্নামেন্টে ক্যারিবীয়দের হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আইরিশদের বিপক্ষে টাইগারদের মাঠে নামা হয়নি বৃষ্টির কারণে। তাই সেই ম্যাচের পয়েন্ট হয় ভাগাভাগি। তিন ম্যাচে ২ জয়ের সঙ্গে বোনাসসহ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ক্যারিবীয়রা। এছাড়াও ২ ম্যাচে এক জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার দল।

আইরিশরা মাত্র ২ পয়েন্ট নিয়ে আছে তালিকার তলানিতে। সেই হিসেবে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই ১০ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হবে ফাইনাল। আর তা না হলে শেষ ম্যাচে স্বাগতিকদের হারাতেই হবে ফাইনালে যেতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ

সুনিল অ্যামব্রিজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল, শেনন গ্যাব্রিয়েল।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন